Jharkhand train news: 2 die as train stops by sudden jolt after overhead electric wire snaps

Jharkhand: বিপদ এড়াতে আপৎকালীন ব্রেক কষলেন ট্রেনচালক, প্রাণ গেল ২ যাত্রীর

ট্রেন যাত্রার মাঝপথেই ছিঁড়ে পড়ল ওভারহেডের তার। বড়সড় দুর্ঘটনা এড়াতে আপৎকালীন ব্রেক চেপে ট্রেনটি দাঁড় করিয়ে দিয়েছিলেন চালক। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। আচমকা ব্রেক কষায় মারাত্মক ঝাঁকুনি সহ্য করতে পারেননি কয়েকজন যাত্রী। তাই ট্রেনেই মৃত্যু হয় দুজনের। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা এলাকায়।

শনিবার দুপুর ১২টা নাগাদ কোডারমা রেলস্টেশন ধরে ছুটে যাচ্ছিল পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। সেই সময় হঠাৎই ওভারহেড তার লোহার স্তম্ভের একাংশ নিয়ে পড়ে যায় ট্রেনের উপরে। তড়িঘড়ি আপৎকালীন ব্রেক কষেন চালক। তীব্র ঝাঁকুনি নিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। কিন্তু সেই ঝাঁকুনির জেরেই প্রাণ যায় দুই যাত্রীর। মনে করা হচ্ছে, ঘটনার আকস্মিকতায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।

এই প্রসঙ্গে ধানবাদ রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল ম্যানেজার অমরেশ কুমার বলেন, “ট্রেনটিকে থামানোর উদ্দেশ্যে আপৎকালীন ব্রেক কষা হয়েছিল। ঝাঁকুনিতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে ওই লাইনে প্রায় চার ঘণ্টার জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলে জানিয়েছেন তিনি। পরে অন্য একটি একটি ডিজেল ইঞ্জিন এনে ট্রেনটিকে দিল্লির উদ্দেশে পাঠানো হয়।