Kangana Ranaut slapped by CISF personnel at Chandigarh airport

Kangana Ranaut: বিমানবন্দরে কঙ্গনাকে ‘চড়’ মহিলা জওয়ানের, কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ বলার জের!

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই অনভিপ্রেত ঘটনার শিকার কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মাণ্ডির ভাবী সাংসদকে সপাটে ‘চড়’ মারার অভিযোগ উঠল এক মহিলা জওয়ানের বিরুদ্ধে।

জানা গিয়েছে, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন কঙ্গনা রানাউত।  আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছিলেন। এমনকী, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী, তখনও কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে বেজায় চটেছিলেন শিখ সম্প্রদায়ের একাংশ। যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। শুধু তাই নয়, পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কঙ্গনার গাড়ি ঘেরাও করে সেইসময়ে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকরা। এবার সেই রাগের বশেই কঙ্গনাকে সপাটে চড় মারলেন মহিলা CISF জওয়ান কুলবিন্দর কৌর।

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার জায়গায় রীতিমত ভিড় জমে গিয়েছে অভিনেত্রীকে ঘিরে।জানা গিয়েছে, কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান আদতে পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা।  কঙ্গনার সফরসঙ্গী জনৈক মায়াঙ্ক মধুর পাল্টা কুলবিন্দরকে আক্রমণ করতে যান। তড়িঘড়ি আসরে নামেন সিআইএসএফের অন্য আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়া হয়। কঙ্গনা অবশ্য পরে কুলবিন্দরের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বলেছেন, কড়া ব্যবস্থা নিতে হবে।

সদ্য মাণ্ডি লোকসভা কেন্দ্রে বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয়ী ক্যুইন কঙ্গনা রানাউত।  বিজেপির টিকিটে ৫ লক্ষেরও বেশি ভোটে জিতে সাংসদ পদে বসতে চলেছেন হিমাচলের ভূমিকন্যা। সেই দাপুটে ভাবী সাংসদকেই চড় মারার অভিযোগ উঠল মহিলা জওয়ানের বিরুদ্ধে।