হাইকোর্টে চলছে শুনানি। তার মধ্যেই হিজাব বিতর্কে তুলকালাম কর্ণাটকের বেশ কয়েকটি জেলা। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জেলায় জারি হল ১৪৪ ধারা। রাজ্যে আগামী ৩ দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
মঙ্গলবার কর্নাটক হাইকোর্টে ছিল শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে মামলার শুনানি। কিন্তু আদালত কক্ষে যখন শুনানি চলছে তখনই উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সামনে একদল গেরুয়া বস্ত্রধারীরা চলে আসেন। চলে তাঁদের বিক্ষোভ। পরে হিজাব পরিহিতাদের সঙ্গে গন্ডোগোলে জড়িয়ে পরেন গেরুয়া বস্ত্রধারীরা। উত্তেজনা ছড়াতেই হস্তক্ষেপ করে পুলিশ।
শুনানি চলাকালীন এ দিন একাধিক জুনিয়ার কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়। তবুও উত্তেজনা এড়ানো যায়নি। এই পরিস্থিতিতে, আগামী তিন দিন রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে কর্নাটক সরকার। টুইটবার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লিখেছেন, ‘আমি সকল পড়ুয়া, শিক্ষক এবং স্কুল ও কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি কর্নাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আমি আগামী তিন দিনের জন্য সব হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
I appeal to all the students, teachers and management of schools and colleges as well as people of karnataka to maintain peace and harmony. I have ordered closure of all high schools and colleges for next three days. All concerned are requested to cooperate.
— Basavaraj S Bommai (@BSBommai) February 8, 2022
কিন্তু কী থেকে তৈরি হল এমন সমস্যা? গত মাসে উদিপি জেলায় এক সরকারি কলেজে ৬ মুসিলম ছাত্রী অভিযোগ করেন হিজাব পরে তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদিপি ও অন্যান্য জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এনিয়ে মামালাও হয় হাইকোর্টে। পাশাপাশি, আসরে নেমে পড়ে গেরুয়া ব্রিগেড। কিছু পড়ুয়া গেরুয়া স্কার্ফ পরে কলেজে আসতে থাকে।
কিন্তু কী থেকে তৈরি হল এমন সমস্যা? গত মাসে উদিপি জেলায় এক সরকারি কলেজে ৬ মুসিলম ছাত্রী অভিযোগ করেন হিজাব পরে তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদিপি ও অন্যান্য জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এনিয়ে মামালাও হয় হাইকোর্টে। পাশাপাশি, আসরে নেমে পড়ে গেরুয়া ব্রিগেড। কিছু পড়ুয়া গেরুয়া স্কার্ফ পরে কলেজে আসতে থাকে।
এদিকে, কর্ণাটক হাইকোর্টের তরফে বলা হয়েছে, যুক্তি দিয়েই এই মামলা বিবেচনা করা হবে। কোনও আবেগকে প্রশ্রয় দেওয়া হবে না।
আরও পড়ুন: কাশ্মীরের আন্দোলনকে সমর্থন করে বিপাকে Hyundai, তলব কোরিয়ার রাষ্ট্রদূতকে