Karnataka Teacher's 'Romantic' Photoshoot With Student on Educational Trip Goes Viral

Karnataka: ছাত্রের কোলে উঠে ছবি তুলে সাসপেন্ড শিক্ষিকা! নাবালক ছাত্রকে শুধু বকুনি

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ক্লাস টেনের এক ছাত্রের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকার ঘনিষ্ঠ ছবি দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নাবালক ছাত্রের সঙ্গে সেইসব অন্তরঙ্গ মুহূর্তের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। কীভাবে একজন শিক্ষিকা এমন করতে পারলেন তা ভেবেই ক্ষুব্ধ নেটিজেনরাও। এইসব ছবি দেখে শিক্ষা দফতরও কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। তবে ছাত্রটিকে বকুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্কুলের এক্সকারশনে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে অন্তরঙ্গ ভাবে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন কর্নাটকের চিন্তামণিতে চিক্কাবাল্লাপুরে সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। ছাত্র-শিক্ষিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এক ব্যক্তি। তারপরেই প্রশ্ন ওঠে, ‘এ কোন সমাজে বাস করছি আমরা?’ কেউ কেউ বলেন শিক্ষিকাই যদি এমন করেন, তাহলে পড়ুয়ারা কী শিখবে?

ভাইরাল হওয়া সেইসব ছবিতে দেখা গেছে, এক নাবালক ছাত্র প্রধান শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। হাতে ফুল নিয়ে শিক্ষিকার আঁচল টেনে ধরছে, জাপটে কোলে তুলে চুমু খাচ্ছে। শিক্ষিকাও চুমু খাচ্ছেন ছাত্রকে। নাবালক পড়ুয়া আবার ক্যামেরার সামনে পোজ দিয়ে সেইসব ছবি তুলেছে। সেখানে হাসিমুখে দেখা গেছে শিক্ষিকাকেও।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই ছাত্রের বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন। স্কুলে এসে প্রধানশিক্ষিকার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু পুষ্পলতা ওই ছাত্রের বাবা-মায়ের সঙ্গে বিশেষ কথা বলতে চাননি বলে অভিযোগ। এর পরেই ওই ছাত্রের বাবা-মা প্রধানশিক্ষিকার বিরুদ্ধে ব্লক শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন। তবে পুষ্পালতা বলেন, ‘আমাদের সম্পর্ক মা-ছেলের মতো। সেটাই সেই ফোটোশুটে তুলে ধরা হয়েছিল।’ পাশাপাশি সেই পড়ুয়া এবং শিক্ষিকা উভয়েই দাবি করেন, এই ছবি ব্যক্তিগত রাখার কথা ছিল। এগুলো কীভাবে ভাইরাল হয়েছে বা লিক হয়েছে, সেই বিষয়ে তাদের ধারণা নেই।