কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ হল মোবাইলের ব্যবহার। মন্দিরে ছবি বা ভিডিয়ো তোলা যাবে না, জানিয়ে দিলেন কর্তৃপক্ষ।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি জানিয়েছে, এবার থেকে মন্দির চত্বরের ভিতরে আর মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। মন্দির চত্বরে বেশ কয়েকটি বোর্ড টাঙিয়েছে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি। তাতে হিন্দি এবং বাংলায় নির্দেশিকা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘‘মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কোনও ধরনের ছবি বা ভিডিয়ো তোলা যাবে না। আপনি সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন।’’
আরও পড়ুন: Medical Student : পড়াশোনার ব্যাপক চাপ, অণ্ডকোষ কেটে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া
শুধু তাই নয়, সংবাদ সংস্থা এএনআই-কে মন্দির কমিটির প্রেসিডেন্ট অজয় অজেন্দ্র জানান, পুণ্যার্থীদের ‘শালীন পোশাক’ পরার আবেদন জানানো হয়েছে। জানিয়েছেন, মন্দির চত্বরে তাঁবু খাটানো যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি, নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ করা হবে। শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় জানিয়েছেন, ধর্মীয় স্থানে কিছু রীতিনীতি থাকে। সেগুলি সকলের মেনে চলা উচিত। বদ্রিনাথ থেকে কোনও অভিযোগ না এলেও ওই মন্দিরেও নির্দেশিকা জারি করে বোর্ড টাঙানো হয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে, কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় পছন্দের পুরুষকে প্রেম নিবেদন করতে কেদারনাথ মন্দির চত্বরকেই বেছে নেন এক তরুণী। তারপর থেকেই ভিডিওটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তারপরই কেদারনাথ মন্দিরে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে।
আরও পড়ুন: Kanwar Yatra: শিবলিঙ্গে জল ঢালতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু পাঁচ তীর্থযাত্রীর, আহত আরও অনেকে