Kedarnath Yatra stopped at Sonprayad amid heavy rainfall

Kedarnath Yatra: তুমুল বর্ষণ উত্তর ভারতে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত কেদারনাথ যাত্রা

রবিবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরাখণ্ডে। যার জেরে কেদারনাথ যাওয়ার রাস্থা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে চায় না প্রশাসন। ফলে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ যাত্রা। রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে আপাতত স্থগিত তীর্থযাত্রা। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে কেদারনাথ যাত্রাপথ অনেক বেশি দুর্যোগপূর্ণ হয়ে গিয়েছে। যে কোনও সময়ে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে।  গৌরীকুণ্ড থেকে কেদারনাথের মধ্যে সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। উত্তরাখণ্ডের অন্য জেলাগুলিতেও বৃষ্টি চলছে বিগত কয়েক দিন ধরে। তাই তীর্থযাত্রা বন্ধ রাখা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি পর্যয় মোকাবিলা বাহিনীর কন্ট্রোল রুমে যান। তারপর পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি যাত্রা বন্ধ করার ঘোষণা করেছেন।

আরও পড়ুন: Panchayat Elections 2023: ভোটের হিংসায় CBI তদন্তের নির্দেশ, ‘অশান্তি, রক্তপাত, জীবনহানি হলে নির্বাচন বন্ধ করা উচিত ’, বললেন বিচারপতি সিনহার

ইতিমধ্যে প্রায় সাড়ে ৫ হাজারের বেশি তীর্থযাত্রী সোনপ্রয়াগ থেকে কেদারনাথের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু আপাতত তারা যাত্রা করতে পারবেন না। তাঁদের সকলকেই ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত বলেন, “রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টিপাত চলছে। কেদারনাথ যাত্রা বর্তমানে নিরাপদ নয়। তাই সোনপ্রয়াগ থেকেই সমস্ত যাত্রীদের ফিরে যেতে বলা হয়েছে।”

দেশে বর্ষা যে ঢুকে গিয়েছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। প্রায় সব রাজ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাই বাদ যায়নি উত্তরাখণ্ড। হরিদ্বার থেকে শুরু করে দেরাদুন, উত্তর কাশি সব জায়গায় ভারী মাত্রায় বৃষ্টি হয়েছে এবং এখনও হচ্ছে। তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা বা জীবনের ঝুঁকি না হয়, সেই কারণেই তড়িঘড়ি যাত্রা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: Gas Leak: কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত ১, অসুস্থ কমপক্ষে ৩৫