মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নাবালকের। কেরলের (Kerala) আলাপ্পুঝা জেলা নিবাসী ওই তরুণ আক্রান্ত হয়েছিল প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিসে (Primary Amebic Meningoencephalitis)। চিকিৎসকেরা জানিয়েছেন, জল থেকে মস্তিষ্কের এই সংক্রমণ অত্যন্ত বিরল। কেরলে এখনও পর্যন্ত পাঁচ জনের শরীরে এই সংক্রমণ বাসা বেঁধেছে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শুক্রবার জানান, প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিস একটি মস্তিষ্ক ঘটিত রোগ। অ্যামিবা সংক্রমণ থেকে এই রোগ ছড়ায়। এই ক্ষতিকারক অ্যামিবা বেঁচে থাকে দূষিত জলাশয়ের মধ্যে। ওই সমস্ত জলাশয় কিংবা পুকুরে স্নান করার সময়ে ব্যক্তির নাকের ফুটো দিয়ে শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায় এই অ্যামিবা। ডিম পাড়ে মাথার মধ্যেই। এরপর সেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে মস্তিষ্ক কুড়ে কুড়ে খেতে শুরু করে তারা। এই রোগে মৃত্যুর হার ১০০ শতাংশ। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত কাউকেই বাঁচানো যায়নি।
আরও পড়ুন: Ajit Pawar: রবিবারের বারবেলায় নাটক মহারাষ্ট্রে! উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার
জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে জল নিয়ে সতর্ক করা হয়েছে। কোথাও দূষিত জলে যাতে কেউ স্নান না করেন, তার প্রচার চালানো হয়েছে।
কেরলে এই রোগের প্রথম সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল আলাপ্পুজাতেই ২০১৬ সালে। তার পর ২০১৯ এবং ২০২০ সালে মালপ্পুরম জেলায় দু’জন সংক্রমিত হয়েছিলেন। ২০২০ এবং ২০২২ সালে যথাক্রমে কোঝিকোড় এবং ত্রিশূর থেকে আরও দু’টি মৃত্যুর খবর মেলে। ষষ্ঠ মৃত্যুর খবর এল আবার আলাপ্পুজা থেকে।
আরও পড়ুন: Sidhi Urination Case: মুখে প্রস্রাবের খেসারত সাড়ে ৬ লাখ! ড্যামেজ কন্ট্রোলে বিজেপির নাটক অব্যাহত