Know which state is leading in the presidential election, how much is Bengal's position

President Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে ভোটমূল্যে এগিয়ে কোন রাজ্য, বাংলার স্থান কত, জানুন

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ। বৃহস্পতিবার হবে গণনা। নির্বাচনে যুযুধান দু’পক্ষ যথাক্রমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধী শিবিরের যশবন্ত সিনহা। লোকসভা এবং রাজ্যসভা সাংসদদের পাশাপাশি ভারতের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরি বিধানসভার নির্বাচিত সদস্যেরাও ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে। তবে নয়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে এখনও বিধানসভা গঠিত হয়নি।

লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩। রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা ২৩৩। তবে এখন রাজ্যসভায় ৫টি আসন খালি রয়েছে। ৩০টি বিধানসভার মোট বিধায়কের বর্তমান সংখ্যা ৪,১২৩। দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত প্রত্যেক সাংসদের ভোটমূল্যই সমান— ৭০৮। কিন্তু বিভিন্ন রাজ্যের বিধায়কদের ভোটমূল্যে রয়েছে গুরুতর তারতম্য।

আরও পড়ুন: Monkeypox: এবার মাঙ্কিপক্সের থাবা দেশে, কেরলে সন্ধান মিলল প্রথম আক্রান্তের

মূলত, ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে সাংসদ ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। ২০২৬ সাল পর্যন্ত ওই জনগণনার ভিত্তিতেই সাংসদ ও বিধায়কদের ভোটের মূল্য নির্ধারিত হবে। ওই রিপোর্টের ভিত্তিতে সাংসদ এবং বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য ১০ লক্ষ ৯৮ হাজার ৭৮২। সাংসদ ও বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য প্রায় সমান। কয়েকটি আসন খালি থাকায় এ বার মোট ভোটমূল্য ১০ লক্ষ ৮১ হাজার ৯৯১।

সাংসদদের সম্মিলিত ভোটমূল্যও সেটাই ধরে নিয়ে ওই সংখ্যাকে মোট সাংসদ সংখ্যা (৭৭৬) দিয়ে ভাগ করা হয়। ভাগফলকে নিকটবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে প্রত্যেক সাংসদের ভোটমূল্য দাঁড়ায় ৭০৮। বিধায়কদের ভোটমূল্য হিসাবের পদ্ধতিটাও অনেকটা একই রকম। কোনও রাজ্যের জনসংখ্যাকে প্রথমে সেই রাজ্যের বিধায়ক সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তার পর সেই ভাগফলকে ১০০০ দিয়ে ভাগ করা হয়। এতে যে সংখ্যা, সেটাই ভোটমূল্যের ভিত্তি।

রাষ্ট্রপতি নির্বাচনে এরাজ্যের ভোট চিত্র

  • তৃণমূলের ২১৬ জন বিধায়ক (প্রয়াত সাধন পাণ্ডের আসল ফাঁকা)
  • তৃণমূলের রাজ্যসভার সাংসদ ১৩ জন
  • তৃণমূলের লোকসভার সাংসদ ২১ জন
  • তৃণমূলের ১৯ জন সাংসদ এবং সব বিধায়করা রাজ্য বিধানসভায় ভোট দেবেন
  • তৃণমূলের দুই সাংসদ, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দিল্লিতে ভোট দেবেন
  • বিরোধী দল বিজেপির ৭৫ জন বিধায়ক
  • বিজেপি বিধায়করা রাজ্য বিধানসভায় ভোট দেবেন
  • বিজেপি সাংসদরা দিল্লিতে ভোট দেবেন

আরও পড়ুন: Madhya Pradesh: নর্মদা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস! মৃত অন্তত ১৩