Lata Mangeshkar Dies. Last Rites at Mumbai’s Shivaji Park at 6:30 PM Today

Lata Mangeshkar: দু’ দিনের জাতীয় শোক, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য, শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

ভারতীয় সংগীত জগতে নক্ষত্রপতন। সরস্বতী পুজোর পরদিনই চলে গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। সুরের সরস্বতীর মৃত্যুতে দেশজু়ড়ে দু’দিন পালিত হবে জাতীয় শোক। ঘোষণা করল কেন্দ্র। ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar News) প্রয়াণে দু’ দিনের জাতীয় শোক ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ সরকারি সূত্রে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷ সুর সম্রাজ্ঞিকে শ্রদ্ধা জানিয়ে আগামী দু’ দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা৷ পাশাপাশি রাষ্ট্রীয় সম্মানেই প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে (Lata Mangeshkar Passes Away)৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) লেখেন, “স্বর্গীয় সুর। অতুলনীয় মানুষ। একজন ভারতরত্ন। লতাজির কৃতিত্ব অতুলনীয়।” তিনি আরও লেখেন, “লতাজির মৃত্যু হৃদয় বিদারক। তাঁর গানে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ফুটে উঠত।”

আরও পড়ুন: Budget 2022: মোবাইল, পোশাক, হীরের গয়না – দেখে নিন কী সস্তা হল? কোনটি আরও মহার্ঘ?

টুইটারে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি লেখেন, “আমি ব্যথিত। এ যন্ত্রণা ভাষায় ব্যক্ত করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হল, তা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবে, সুরেলা কণ্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল তাঁর।”

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তিনি জানান, “কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এ দিন সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর৷করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে৷ চিকিৎসায় প্রাথমিক ভাবে সাড়া দেওয়ার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ শেষ পর্যন্ত এ দিন সকালেই থেমে যায় সব লড়াই৷

সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দিয়ে ভূিষত করা হয় লতা মঙ্গেশকরকে৷ এর পাশাপাশি ১৯৬৯ সালে পদ্ম ভূষণ, ১৯৯৯ সালে পদ্ম বিভূষণে সম্মান দেওয়া হয় সুর সম্রাজ্ঞীকে৷

আরও পড়ুন: Lata Mangeshkar Died: ২৭ দিনের লড়াই শেষলড়াই শেষ, প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর