Lok Sabha 2024: Priyanka Gandhi Vadra to contest from UP's Raebareli, Rahul Gandhi from both Amethi and Wayanad

Lok Sabha 2024: রায়বরেলিতে প্রার্থী প্রিয়াঙ্কা! প্রথম তালিকায় চমক দেওয়ার পথে কংগ্রেসও

ইতিমধ্যেই প্রথম দফায় ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে বিজেপি। সে তুলনায় অনেকটাই ছন্নছাড়া বিরোধী শিবির। তবে এবার দেরিতে হলেও টনক নড়ছে কংগ্রেসের। সূত্রের দাবি, নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেসও। বৃহস্পতিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে চূড়ান্ত সিলমোহর পড়তে চলেছে সেই তালিকায়।

কংগ্রেসের প্রথম তালিকাতেও রীতিমতো চমক থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, ২০১৯-এ যে আমেঠি (Amethi) থেকে হেরেছিলেন দলের তৎকালীন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi), সেখানেই ফের লড়বেন তিনি। বিজেপি আমেঠি থেকে ইতিমধ্যেই প্রার্থী হিসাবে স্মৃতি ইরানির নাম ঘোষণা করেছে। স্মৃতি ২০১৯-এ রাহুলকে ৫৫ হাজার ভোটে হারান। তাঁর আগে ২০১৪ সালে আবার রাহুল গান্ধীর কাছে প্রায় দেড় লক্ষ ভোটে হারেন কেন্দ্রীয় মন্ত্রী। উনিশে সাংসদ হওয়ার পর স্মৃতি পাঁচ বছর আমেঠির মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। আর হেরে যাওয়ার পর রাহুল সেখানে গিয়েছেন মাত্র ২ বার। তা সত্ত্বেও রাহুলকে আমেঠিতে টিকিট দিয়ে কংগ্রেস (Congress) বার্তা দিতে চাইছে, হিন্দি বলয়ে বিজেপির সঙ্গে সমানে সমানে লড়াইয়ে তাঁরা কোনও অংশে পিছিয়ে নেই। যদিও সূত্রের দাবি, আমেঠির পাশাপাশি কেরলের ওয়ানড় থেকেও লড়বেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

অন্যদিকে, এনডিটিভি র রিপোর্ট বলছে এবার রায়বেরেলি আসনের বর্তমান সাংসদ সোনিয়ার বদলে সেখানে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী।২০১৯ এর নির্বাচনে সোনিয়া গান্ধী রায়বেরেলি লোকসভা কেন্দ্রে বিজেপির দীনেশ প্রতাপ সিংকে পরাজিত করে ১৬৭১৭৮ ভোটের ব্যবধানে জিতে ছিলেন। সোনিয়া গান্ধী পেয়েছিলেন ৫৩৪৯১৮ টি ভোট। ২০০৪ সাল থেকে টানা এই কেন্দ্রে জয় পেয়েছেন সোনিয়া গান্ধী।

প্রিয়াঙ্কার নাম ঘোষণা না হলেও রায়বেরেলিতে ইতিমধ্যেই পড়ে গিয়েছে প্রিয়াঙ্কার নামের পোস্টার। সেখানকার কংগ্রেস নেতা-সমর্থকদের দাবি আসন্ন লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকেই লড়ুন। রায়বেরেলি থেকে কংগ্রেসের সম্পর্ক বহুদিনের। এখান থেকেই প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী।

এই আসনে বিজেপিও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপি হাওয়ার মধ্যেও এই আসনটি কংগ্রেসের দখলে ছিল। তাই এবারে বিজেপি এই আসনটি জিততে মরিয়া।