২৫ মে, শনিবার দেশজুড়ে ষষ্ঠ দফার নির্বাচন। এই পর্বে ভোট হতে চলেছে দেশের ৭ টি রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮ টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গের ৮ টি কেন্দ্রে ভোট হচ্ছে এই দফায়। পাশাপাশি এই পর্বে দিল্লির ৭ টি এবং হরিয়ানার ১০ টি আসনে ভোট হবে। ষষ্ঠ দফায় ৫৮ টি কেন্দ্রে মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পর্বে ভোট হতে চলেছে জম্মু ও খাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রেও। উল্লেখ্য, ওই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিলগত ৭ মে। কিন্তু খারাপ আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য ভোট পিছিয়ে ষষ্ঠ দফায় করা হয়।
এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। তাদের মধ্যে অন্যতম মানেকা গান্ধী। সুলতানপুরের বিজেপি প্রার্থী গতবারেও এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। প্রথমবারের জন্য নির্বাচনী ময়দানে নামা বাঁশুরী স্বরাজও রয়েছেন ষষ্ঠ দফার লড়াইয়ে। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা লড়ছেন নয়াদিল্লি কেন্দ্র থেকে। এছাড়াও নজর থাকবে কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) দিকে। উত্তর দিল্লি থেকে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়বেন তিনি। লড়াইয়ে থাকছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অনন্তনাগ-রাজৌরি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের ভাগ্যও নির্ধারিত হবে ষষ্ঠ দফায়। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নবীন জিন্দলও এই দফায় লড়ছেন। এদিকে, পুরী লোকসভা কেন্দ্র থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন সম্বিত পাত্র।
বাংলাতেও ষষ্ঠ দফায় লড়বেন একাধিক তারকা প্রার্থী। নজর থাকবে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) দিকে। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে তাঁর লড়াই। এছাড়াও রয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Dev)। টানা তিনবার সাংসদ হওয়ার দৌড়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ। এছাড়াও মেদিনীপুরে অভিনেত্রী জুন মালিয়া বনাম ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের লড়াই হবে ষষ্ঠ দফার ভোটে।