রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। বাংলা সহ অন্যান্য রাজ্য গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য তৈরি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সংসদের নিম্নকক্ষের ৫৪৩ জন সদস্যকে নির্বাচন করার জন্য ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় ভারতে অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।
অষ্টাদশ লোকসভার সাত দফা ভোট-পর্বের প্রথম দফায় শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। প্রথম দফায় যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হবে সেগুলি হল-
- অরুণাচল প্রদেশ-২ টি আসন
- অসম-৫ টি আসন
- বিহার- ৪ টি আসন
- ছত্তিশগড়- ১ টি আসন
- মধ্যপ্রদেশ- ৬ টি আসন
- মহারাষ্ট্র- ৫ টি আসন
- মণিপুর- ২ টি আসন
- মেঘালয়- ২ টি আসন
- মিজেরাম- ১ টি আসন
- নাগাল্যান্ড- ১ টি আসন
- রাজস্থান- ১২ টি আসন
- সিকিম- ১ টি আসন
- তামিলনাড়ু- ৩৯ টি আসন
- ত্রিপুরা- ১ টি আসন
- উত্তরপ্রদেশ- ৮ টি আসন
- উত্তরাখণ্ড- ৫ টি আসন
- পশ্চিমবঙ্গ- ৩ টি আসন
- আন্দামান ও নিকোবর- ১ টি আসন
- জম্মু ও কাশ্মীর- ১ টি আসন
- লাক্ষাদ্বীপ- ১টি আসন
- পুদুচেরি- ১ টি আসন
এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। ভোটপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবারেই নিজ নিজ বুথে পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সংশ্লিষ্ট নির্বাচনী অফিসে গিয়ে ইভিএম এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে আধা সামরিক বাহিনীর নিরাপত্তা বলয়ে রওনা হন তাঁরা।
২০১৯ সালে উত্তরবঙ্গের ওই তিন কেন্দ্র-সহ এর মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হবে এই দফায়।