Lok Sabha Elections 2024: 11 alternative documents you can use to cast your vote without Voter ID card

Lok Sabha Elections 2024: রাত পোহালেই লোকসভা নির্বাচন! জানুন ভোটার কার্ড ছাড়াও ভোট দেবেন কী ভাবে?

শুক্রবার, ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট গোটা দেশ জুড়ে। দলে দলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে মানুষ। তবে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কী করবেন? চিন্তা নেই। ভোটার আইডি কার্ড সঙ্গে না থাকলেও দিতে পারবেন ভোট। এর জন্য এই ১১টি বিকল্প ডকুমেন্ট সম্পর্কে জেনে রাখতে হবে।

জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, পোলিং বুথে ভোটার আইডেন্টিফিকেশন জরুরি। নির্বাচন কমিশন দ্বারা ইস্যু করা ভোটার কার্ড বা অন্য কোনও অনুমোদিত ফর্ম থাকতে হবে। তবে ভোটার কার্ড ছাড়াও আপনি ভোট দিতে পারবেন যতক্ষণ আপনার নাম ভোটার তালিকায় থাকবে। তাই ভোটার তালিকায় নাম রয়েছে কি না তা যাচাই করা জরুরি।

তবে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা নিম্নলিখিত নডকুমেন্টগুলি দিয়ে ভোট দিতে পারবেন। ২ এপ্রিল ২০২৪ -এ নির্বাচন কমিশনের নোটিফিকেশন অনুযায়ী, এই ১১টি ডকুমেন্টের মধ্যে যেকোনও একটি থাকতে হবে –

  1. আধার কার্ড
  2. MNREGA কার্ড
  3. ব্যাঙ্ক ও পোস্ট অফিস দ্বারা অনুমোদিত ছবি-সহ পাসবুক
  4. শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীন স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড
  5. ড্রাইভিং লাইসেন্স
  6. প্যান কার্ড
  7. এনপিআর অধীন আরজিআই দ্বারা অনুমোদিত স্মার্ট কার্ড
  8. ভারতীয় পাসপোর্ট, ছবি-সহ পেনশন ডকুমেন্ট
  9. কেন্দ্র/রাজ্য সরকার/পিএসইউ/পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা অনুমোদিত ছবি-সহ পরিষেবা পরিচয়পত্র
  10. সংসদ/বিধায়ক/এমএলসি দ্বারা অনুমোদিত পরিচয়পত্র
  11. ইউডিআইডি কার্ড, ন্যায়বিচার ও ক্ষমতায়ন, ভারত সরকার

ভোটার রেজিস্ট্রেশন স্টেটাস কী ভাবে চেক করবেন?

আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে তবেই ভোট দিতে পারবেন যা ইলেক্টোরাল রোল নামে পরিচিত। আপনি চাইলে অনলাইন এই ওয়েবসাইটে ভিজিট করে নাম যাচাই করতে পারেন। অথবা ভোটার হেল্পলাইন নম্বর 1950-এ যোগাযোগ করতে হবে। এছাড়াও 1950 নম্বরে SMS করতে পারেন, সেখানে লিখতে হবে ECI তারপর ভোটার আইডি কার্ডের নম্বর।