Lok Sabha Elections 2024: From veteran Owaisi to newbie Yusuf Pathan, here are some Muslim MPs in the 18th Lok Sabha

Lok Sabha Elections 2024: ইউসুফ-আসাদুদ্দিন, ইকরা – সাজদা; লোকসভা নির্বাচনে ৭৮ মুসলিম প্রার্থীর মধ্যে সংসদে কারা?

অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের টিকিটে মোট ৭৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে জয়ী হয়েছেন ২৪ জন। তৃণমূলের ইউসুফ পাঠান, ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, সমাজবাদী পার্টি (এসপি)-র যুবনেত্রী ইকরা চৌধুরী এই তালিকায় উল্লেখযোগ্য। রয়েছেন উত্তরপ্রদেশের মৃত প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির দাদা আফজলও।

জয়ী মুসলিম প্রার্থী

১। ইকরা চৌধুরি – উত্তরপ্রদেশ(কাইরানা)। বিজেপির প্রদীপ কুমার তাঁর কাছে পরাজিত হয়েছেন।

২। মহিবুল্লাহ – উত্তরপ্রদেশ(রামপুর)।  চার লাখের বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন।

৩। জিয়াউর রহমান- উত্তরপ্রদেশ(সম্বল)

৪। আফজাল আনসারি- উত্তরপ্রদেশ(গাজিপুর) লক্ষাধিক ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থীকে।

৫। ইমরান মাসুদ- উত্তরপ্রদেশ (সাহারানপুর)

৬। কুনোয়ার দানিশ আলি- উত্তরপ্রদেশ(আমরোহা)

৭। খলিলুর রহমান-পশ্চিমবঙ্গ (জঙ্গিপুর) কংগ্রেসের মুর্তোজা হোসেন বকুলকে এক লাখের বেশি ভোটে হারিয়েছেন।

৮। ইউসুফ পাঠান-পশ্চিমবঙ্গ(বহরমপুর)। বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ বহরমপুর লোকসভায় পাঁচবারের জয়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়েছেন।

৯। আবুতাহের খান-পশ্চিমবঙ্গ(মুর্শিদাবাদ) বাম প্রার্থী মহম্মদ সেলিমকে এক লাখেরও বেশি ব্যবধানে হারিয়েছেন।

১০। সেখ নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ(বসিরহাট) বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রায় দুই লাখ ভোটে পরাজিত করেছেন।

১১। সাজদা আহমেদ পশ্চিমবঙ্গ(উলুবেড়িয়া) বিজেপির অরুণোদয় পাল চৌধুরীকে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

১২। ইশা খান চৌধুরী পশ্চিমবঙ্গ(মালদা দঃ) বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীকে ১.২ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

১৩। আসাদউদ্দিন ওয়াইসি-তেলেঙ্গানা( হায়দরাবাদ)। তেলঙ্গানার বিজেপির মাধবী লতাকে হারিয়ে এই নিয়ে টানা পাঁচবার সাংসদের নিম্মকক্ষে পৌঁছলেন ওয়াইসি।

১৪। আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি- জম্মু-কাশ্মীর(শ্রীনগর)

১৫। মিঞা আলতা আহমেদ জম্মু-কাশ্মীর(অনন্তনাগ-রাজৌরি)

১৬। আধুল রশিদ শেখ-জম্মু-কাশ্মীর(বারামুলা) যদিও তিনি জেলবন্দী।

১৭। মুহাম্মদ জাভেদ-বিহার(কিষাণগঞ্জ)

১৮। রাকিবুল হুসেন-অসম(ধুবড়ি)

১৯। হাফিজ রশিদ -অসম(করিমগঞ্জ)

২০। মনসুর আলি খান-কর্ণাটক (বেঙ্গালুরু সেন্ট্রাল)

২১। সাফি পারামবিল কেরল(ভদকরা)

২২। ইটি মুহাম্মদ বশির-কেরল(মালাপপুরম)

২৩। ড. এমপি আবদুস সামাদ সামাদানি-কেরল(পোননানি)

২৪। মুহাম্মদ হানিফা-লাদাখ(লাদাখ) বৌদ্ধ সংখ্য়াগরিষ্ঠ লাদাখে এবার জয়ী হয়েছেন শিয়া মুসলিম জনগোষ্ঠীর নেতা।

২৫। মুহাম্মদ হামদুল্লাহ সৈয়দ-লাক্ষাদ্বীপ(লাক্ষাদ্বীপ)

২৬। নাভাসকানি কে -তামিলনাড়ু(রামানাথপুরম)

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোটে জয়ী মুসলিম প্রার্থীর সংখ্য়া ছিল ২৬। এর মধ্য়ে কংগ্রেস ও তৃণমূলের চার জন করে বিজয়ী প্রার্থী ছিলেন। সমাজবাদী পার্টি ও বিএসপি-র তিনজন করে মুসলিম প্রার্থী জয় ছিনিয়ে এনেছিলেন। অন্যদিকে সিপিএম ও এনসিপি-র ছিলেন একজন করে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে সাতজন মুসলিম জয়ী হয়েছেন। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন পাঁচজন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন চারজন। অন্যরা অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন।