করিশ্মা শুধু আমার।কারও হতে দেবো না। ওকে বিয়ে করতে এলে পাত্রকে খুন করে রেখো দেবো।প্রাক্তন প্রেমিকার বিয়ে রুখতে গলিতে গলিতে এমন পোস্টার দিল প্রেমিক। বিয়ে করতে এলে পাত্রকে খুন করে দেহ লোপাট করার হুমকিও দিল গুনধর। পুলিশ জানায়, এলাকায় এক মেয়ের বিয়ের আগে এই রকম পোস্টার নজরে এসেছে। পোস্টারে হিন্দিতে লেখা আছে, “ক্যারিশ্মা স্রেফ মেরি হ্যায়, বারাত লেকে মত আনা, দুল্হা জিন্দা নেহি বাঁচেগা।”ছেলেটির দাবি, বিয়ের পিঁড়িতে বসতে চলা মেয়েটির সঙ্গে তার প্রেম ছিল।
"करिश्मा मेरी है, बारात लेकर मत आना, दूल्हा जिंदा नहीं बचेगा"
◆ UP के हापुड़ में सिरफिरे आशिक ने दूल्हे के घर पर चिपकाया पोस्टर pic.twitter.com/gpgkYXym0M
— News24 (@news24tvchannel) January 31, 2023
পোস্টার দেওয়া ছেলের দাবি মেয়েটির সঙ্গে তারা আগে প্রেম ছিল। কিন্তু মেয়ের বাড়ি লোকজন সে কথা বিশ্বাস করেনি। তাদের দাবি মনগড়া কথা বলছে ওই ছেলে।