দুর্গাপুজোর ঠিক আগেই ফের দাম বাড়ল গ্যাসের (Gas price Hike)। সূত্রের খবর রবিবারে একলাফে ২০৩ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস (Gas) সিলিন্ডারের দাম। যার ফলে বর্তমানে কলকাতায় ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম ২০০০ টাকা ছাড়াল। আজ থেকেই সেই দাম কার্যকর হচ্ছে। সেপ্টেম্বর মাসেই দাম কমেছিল গ্যাসের। তবে দিন কয়েক যেতে না যেতেই ফের একবার দেশের তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল। পুজোর ঠিক মুখে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় এবার রেস্তোরাঁয় খাওয়ার খরচও বাড়তে পারে।
উৎসবের মরশুম শুরু। তারই মধ্যে ছোট ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বর মাসেই ১৫৭ টাকা দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। তবে দিন কয়েক যেতে না যেতেই ফের এক দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে আগের চেয়ে আরও সর্বোচ্চ ২০৯ টাকা বেশি খরচ করতে হবে।
প্রতিমাসে গৃহস্থালী এবং বাণিজ্যিক দু’প্রকার এলপিজি গ্যাসের দামের হেরফের করা হয়। এর আগে জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা বাড়ানো হয়েছিল। আবার গত মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ৯২৯ টাকা। তবে এবার মাসের শেষে গার্হস্থ্য দামের হেরফের না হওয়ায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল।