LPG Price: BRS poll manifesto promises free insurance for BPL families, 400 rs LPG cylinder

LPG Price: গ্যাস সিলিন্ডার মাত্র ৪০০ টাকায়, ১৫ লাখের বিমা! ভোটের মুখে ঢালাও প্রতিশ্রুতি

তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের (Telangana Assembly Election) দিন ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু করেছে শাসক ও বিরোধী পক্ষ। বিআরএস সরকারের বিরুদ্ধে যখন দুর্নীতি ও পরিবারবাদের অভিযোগ তুলে প্রচার শুরু করেছে বিজেপি, তখন মসনদ ধরে রাখতে জনদরদী প্রকল্পকেই হাতিয়ার করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও (KCR)। বিআরএস পুনরায় সরকার গঠন করলে রাজ্যবাসীকে ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার থেকে ৯৩ লাখ টাকার স্বাস্থ্যবিমা দেওয়ার ঘোষণা করলেন তিনি।

আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোট। এদিন দলের মেনিফেস্টো ঘোষণা করা হয়। যেখানে বলা হয়েছে, রাজ্যের ৯৩ লক্ষ বিপিএল পরিবারকে ৫ লক্ষ টাকার জীবনবিমার আওতায় আনা হবে। প্রিমিয়াম দেবে সরকার। প্রবীণদের পেনশন আগামী পাঁচ বছরের জন্য ২, ০১৬ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের মাসিক ৬ হাজার টাকা ভাতার ঘোষণা।

আরও পড়ুন: Newsclick: চিনা ফান্ডের অভিযোগ দুর্বল! তবুও নিউজক্লিক তদন্তভার সিবিআই’কে

আবার দলিত বন্ধু প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করতে বা কৃষিকাজে বিনিয়োগের জন্য তেলঙ্গানার দলিত পরিবারদের ১০ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া প্রত্যেককে মাথার ছাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এদিন জনসভা থেকে তিনি বলেন, হায়দরাবাদে ডবল বেড রুমের ১ লাখ ঘর তৈরি হবে। সবমিলিয়ে, এদিন একেবারে কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ হন মুখ্যমন্ত্রী কেসিআর।

ইতিমধ্যে কেসিআরের দল ১১৯টি বিধানসভা আসনের মধ্যে ১১৫টির প্রার্থী ঘোষণা করেছে। হুসনাবাদে প্রার্থী হচ্ছেন খোদ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। বিগত বিধানসভা ভোটেও এই আসন জিতেই মসনদে বসেছিলেন তিনি।

আরও পড়ুন: Durga Puja 2023: ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সাঁড়াশি আক্রমণ! পুজোয় টানা ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস