অবশেষে স্বস্তি। আরও খানিকটা লাঘব হল আমনাগরিকের জ্বালানি জ্বালা। বাণিজ্যিক LPG’র দামও আরও খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। জুলাইয়ের শুরুতে একধাক্কায় ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। এর ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।
জুন মাসের শুরুতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৩৫ টাকা কমিয়েছিল তেল কোম্পানিগুলি। তারপর ফের জুলাইয়ে সেই দাম আরও কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। টানা দু’মাস দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ১৮২ টাকা। নতুন দাম হয়েছে ২১৪০ টাকা।
আরও পড়ুন: Maharashtra Political Crisis: ‘আস্থাভোটে যোগ দেব না’, ফেসবুকে লাইভে নাটকীয় ইস্তফা উদ্ধবের
১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। এখন ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০২৯ টাকা। এর আগে মে মাসের শেষের দিকে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমিয়েছিল কেন্দ্র। শুল্ক কমানোয় পেট্রলের দাম লিটার প্রতি দাম সাড়ে আট টাকা হ্রাস পেয়েছিল। একইভাবে ডিজেলের দামও লিটার প্রতি কমেছিল ৭ টাকা। রান্নার গ্যাসের দাম অবশ্য ১৯ মে থেকে অপরিবর্তিতই রয়েছে।
প্রসঙ্গত, এর আগে মে মাসের শেষের দিকে একধাক্কায় পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দামও অনেকটা কমায় কেন্দ্র। পেট্রলে বড় হারে শুল্ক কমায় লিটার প্রতি দাম কমে সাড়ে আট টাকা। একইভাবে ডিজেলের দামও লিটার প্রতি কমে ৭ টাকা। সেই সঙ্গে উজ্বলা যোজনার আওতায় থাকা ঘরোয়া LPG সিলিন্ডারেও ২০০ টাকা করে ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে বেশ ব্যাকফুটে ছিল মোদী (Narendra Modi) সরকার। তাই একপ্রকার বাধ্য হয়েই জ্বালানির দাম কমাচ্ছে কেন্দ্র।
আরও পড়ুন: Rath Yatra 2022: পুণ্যভূমি পুরীতে আজ শুরু রথযাত্রা, সমুদ্রনগরীতে জনস্রোত