LPG Price Hike: LPG Price Hike: Commercial Cylinder Rate Increased: Check Prices In Your City Here

LPG Price Hike: নভেম্বরের শুরুতেই বাড়ল গ্যাসের দাম, কলকাতায় দর কত

গ্যাসের দাম এক ধাক্কায় ১০০ টাকারও বেশি বাড়িয়ে দিল কেন্দ্র। বুধবার অর্থাৎ ১ নভেম্বর থেকেই নতুন দাম কার্যকর হতে চলেছে দেশ জুড়ে। কেন্দ্র অবশ্য জানিয়েছে, তেল সংস্থাগুলির তরফে দাম বৃদ্ধির জন্যই দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের।

কোন ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে? দেশজুড়ে ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম বৃদ্ধি পেয়েছে। ১ নভেম্বর থেকে কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৯৪৩ টাকা। ৩১ অক্টোবর পর্যন্ত সেটা ছিল ১,৮৩৯.৫ টাকা। অর্থাৎ ১০৩.৫ টাকা বেড়েছে প্রতিটি সিলিন্ডারের দাম।

প্রতি মাসের শুরুতে এলপিজির (LPG) দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১৮৩৩ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম লিটারপ্রতি হল ১৭৮৫ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে এই দাম বেড়ে হল ১৯৯৯ টাকা ৫০ পয়সা।

এর আগে পরপর বেশ কয়েক দফা বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছিল। কিন্তু উৎসবের মরশুমে সেটা আবার বাড়ানো হল। এর আগে গত ১ অক্টোবর একধাক্কায় সিলিন্ডার পিছু ২০৯ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, হোটেল, রেস্তরাঁয় রান্নার জন‌্য বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার করা হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ‌্যাসের দাম (Commercial LPG cylinder prices) বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে। যার পরোক্ষ প্রভাব পড়বে পণ্যের বাজারেও।