বর্ষবরণের রাতে সপরিবারে আগ্রা থেকে লখনউতে এসেছিলেন। বছরের শেষ দিনে আনন্দ করার জন্য মা ও চার বোনকে নিয়ে একটি হোটেলেও উঠেছিলেন। সেখানেই পাঁচজনকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন বছর চব্বিশের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম আরশাদ। আগ্রার বাসিন্দা ওই যুবক মঙ্গলবার রাতে মা এবং চার বোনকে নিয়ে লখনউয়ের নাকা এলাকায় একটি হোটেলে উঠেছিলেন। রাতে খাওয়াদাওয়ার সময় পরিবারের পাঁচ সদস্যকে খুন করেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে আরশাদকে বলতে শোনা গিয়েছে, ‘ আমাদের জমি ও বাড়ি স্থানীয় মাফিয়ারা দখল করে নেওয়ার চক্রান্ত করেছে। বারবার পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ওই মাফিয়ারা তার বোনেদের হায়দ্রাবাদে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। মা ও বোনদের অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্যই এই কাজ করতে আমি বাধ্য হয়েছি।’ ওই ভিডিওতে আরশাদ বেশ কয়েকজনের নাম বলেছেন এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনুরোধ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।
জানা গিয়েছে, যুবকের মায়ের নাম আসমা। এ ছাড়া চার বোন— নয় বছরের আলিয়া, ১৯ বছরের আলিশা, ১৬ বছরের আকসা এবং ১৮ বছরের রেহমিনকে হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পরিবারের পাঁচ জনকে খুন করেছেন যুবক। সেন্ট্রাল লখনউয়ের ডিসিপি রবীনা ত্যাগী বলেন, ‘‘হোটেলের মধ্যে এক যুবক তাঁর পরিবারের সদস্যদের খুন করেছেন বলে স্বীকার করেছেন। পুলিশ ইতিমধ্যে যুবককে গ্রেফতার করেছে। বুধবার ফরেন্সিক দল আসছে ওই হোটেলে। নমুনা সংগ্রহ করা হবে। কী ভাবে খুন হয়েছেন পাঁচ জন, তার তদন্ত চলছে।’’
ঘটনাস্থল থেকে রক্তমাখা স্কার্ফ উদ্ধার হয়েছে। প্রত্যেকেরই হাতের শিরা কাটা ছিল। তবে বাধা দেওয়ার কোনও চিহ্ন না মেলায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান প্রথমে খাবারে বিষ কিংবা ঘুমের ওষুধ মেশানো হয়েছিল পাঁচ জনের। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি।