Maharashtra: Devendra Fadnavis returns as Maharashtra Chief Minister for third term with Shinde and Pawar as Deputies

Maharashtra: ‘মহা’-নাটকের ইতি! মুখ্যমন্ত্রী পদে শপথ ফড়নবীশের, ‘উপ’ হয়েই রইলেন শিন্ডে এবং অজিত

অবশেষে ‘মহা নাটকে’র সমাপ্তি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবিস। তাঁকে শপথপাঠ করালেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  উপমুখ্যমন্ত্রী পদে  শপথ নিলেন দুজন – এনসিপির অজিত পওয়ার এবং শিব সেনার একনাথ শিণ্ডে। অর্থাৎ, মহায়ুতি সরকারের শীর্ষ তিন পদে সেই আগের তিনজনই রইলেন। শুধুমাত্র, দেবেন্দ্র ফড়নবীশ এবং একনাথ শিন্ডে, নিজেদের চেয়ারটা একটু অদল-বদল করে নিলেন।

মুম্বইয়ের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান রামদাস অঠওয়ালে হাজির ছিলেন। ছিলেন বলিউড তারকা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা। সেই সঙ্গে প্রায় ৪২ হাজার মানুষ। তবে আজাদ ময়দানেের শপথে দেখা যায়নি বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ি’র কোনও নেতাকে।

নির্বাচনে মহায়ুতি বিপুল সাফল্য পাওয়ার পর থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তাই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এর আগের মেয়াদে, একনাথ শিন্ডে ছিলেন মুখ্যমন্ত্রী পদে। তাঁকেই এই পদে রেখে দেওয়া হোক, এমনই দাবি উঠেছিল শিবসেনার দিক থেকে। মাঝে শোনা গিয়েছিল, একনাথ নন, তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডে উপমুখ্যমন্ত্রী হবেন। রাজ্যের বিজেপি নেতারা অবশ্য প্রথম থেকেই দাবি করেছিলেন, দেবেন্দ্র ফড়নবীশকেই মুখ্যমন্ত্রী করতে হবে। অজিত পওয়ারও জানিয়েছিলেন, পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই হবে। এরই মধ্যে, গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন অভিমানী একনাথ শিন্ডে। সেখানে অসুস্থও হয়ে পড়েছিলেন। দিল্লিতে এসে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল।

শপথ গ্রহণ অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে তিনি জানিয়েছিলেন, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। তবে, তখনও তিনি স্পষ্ট করে জানাননি, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন কি না, বা, উপমুখ্যমন্ত্রীর পদ স্বীকার করবেন কি না। সেই প্রশ্নের কোনও সরাসরি জবাব তিনি দেননি। তাঁর দলের নেতারা দাবি করেছিলেন, শিন্ডে যদি উপমুখ্যমন্ত্রী না হন, শিবসেনার কেউ এই সরকারে যোগ দেবে না। শেষ পর্যন্ত অবশ্য অক্ষত রইল মহায়ুতি।

এদিন শুধু ফড়ণবিস-শিন্ডে-অজিত শপথ নিয়েছেন। ‘মহায়ুতি’র তরফে জানানো হয়েছে, মন্ত্রিসভার সম্প্রসারণ চলতি মাসেই হতে পারে। শিন্ডেসেনার একটি সূত্র জানাচ্ছে, উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হলেও স্বরাষ্ট্র দফতরের বিষয়ে এখনও অনড় শিন্ডে। তাঁর যুক্তি, অতীতে গোপীনাথ মুন্ডে, আরআর পাটিল, জয়ন্ত পাটিল, ছগন ভুজবল, অনিল দেশমুখরা মুখ্যমন্ত্রী না হয়েও স্বরাষ্ট্র দফতর সামলেছেন। এমনকি, বিদায়ী সরকারেও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রর হাতে ছিল স্বরাষ্ট্র দফতরের ভার। তবে বিজেপি স্বরাষ্ট্র ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে দফতর বণ্টনের সময় নতুন করে ‘সমস্যা’ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।