‘প্রশ্নঘুষ’কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হল মহুয়া মৈত্রকে। এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর শুক্রবার বহিষ্কারের সিদ্ধান্ত। কমিটির রিপোর্টেই সিলমোহর স্পিকারের। নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হল না তৃণমূল সাংসদকে।
এদিন দুপুর ১২টায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে রিপোর্ট পেশ করেন লোকসভার এথিক্স কমিটির প্রধান তথা বিজেপি (BJP) সাংসদ বিজয় সোনকার। জল্পনা মতোই ওই রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজ করার প্রস্তাব দেওয়া হয়। যদিও রিপোর্টটি পেশের পরই চূড়ান্ত হট্টগোল শুরু হয়ে যায়। যার জেরে অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মূলতুবি করে দিতে হয়। তবে অধিবেশন ফের শুরু হতেই মহুয়া ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। বলে দেন, সংসদের মর্যাদাহানি হোক, এমন কোনও বিষয়ই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয়। একইসঙ্গে এনিয়ে আলোচনার জন্য আধঘণ্টা সময় বেঁধে দেন ওম বিড়লা।
স্পিকারের ঘোষণার পরই সুদীপ বন্দ্য়োপাধ্যায় আরও সময় দেওয়ার আর্জি জানান। তৃণমূল সাংসদ কল্যণ বন্দ্যোপাধ্যায় আবার মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আবেদন করেন। যদিও তা কানে তোলেননি স্পিকার। মহুয়ার হয়ে এদিন একে একে সওয়াল করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী, মণীশ তিওয়ারি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। মহুয়ার মৌলিক অধিকার খর্ব করার অভিযোগও তোলেন তাঁরা। পালটা যুক্তি দেন বিজেপি সাংসদরাও।
VIDEO | “We haven’t got it (Ethics Committee report) yet. Let me go and have lunch. I will come back after having my lunch,” TMC MP @MahuaMoitra.
The report was tabled in Lok Sabha earlier today amid uproar from the Opposition MPs who questioned the procedure followed by the… pic.twitter.com/YQAtCzm1o7
— Press Trust of India (@PTI_News) December 8, 2023