“BJP-র একটি কুকুরও প্রাণ দেয়নি…”, কংগ্রেস প্রেসিডেন্ট তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
সোমবার রাজস্থানের অলওয়ারে কংগ্রেসের কর্মসূচিতে খাড়গে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস এবং বিজেপির অবদানের প্রসঙ্গ তুলে পদ্ম-শিবিরকে তীব্র আক্রমণ করেছিলেন। বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের আত্মবলিদানের তালিকা দীর্ঘ। আপনাদের (বিজেপি নেতা) বাড়ির একটা কুকুরও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? অথচ এর পরেও আপনারা নিজেদের ‘দেশপ্রেমিক’ বলে দাবি করেন। আমাদের ‘দেশদ্রোহী’ বলেন।’’
আরও পড়ুন: India-China Face-off: অরুণাচলের তাওয়াঙে ভারতীয় ও চিনা সেনার সংঘর্ষ, জখম বহু
মঙ্গলবার রাজ্যসভায় খাড়গের ক্ষমাপ্রার্থনার দাবিতে সরব হন বিজেপি সাংসদেরা। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়ের কাছে আবেদন জানান, রাজস্থানে কংগ্রেসের সভায় ‘কুরুচিকর মন্তব্যের জন্য’ খড়্গেকে যেন ক্ষমতা চাইতে বাধ্য করা হয়। কিন্তু পত্রপাঠ সেই দাবি খারিজ করে ধনখড় কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, ‘‘আপনি কি শিশু? সভার বাইরে কেউ কিছু বললে, সে প্রসঙ্গ কি সভায় তোলা যায়?’’
অধ্যক্ষের মন্তব্যের পরেও বিজেপি সাংসদের একাংশ ক্ষমার দাবিতে শোরগোল চালিয়ে যান। কংগ্রেসের দলিত নেতাকে ব্যক্তিগত আক্রমণও করেন। এ সময় খাড়গে বিজেপি সাংসদদের উদ্দেশে বলেন, ‘‘যাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করলেন তাঁদেরকেই আপনারা ক্ষমা চাইতে বলছেন! আমি আবার বলছি, যাঁরা ক্ষমা চাওয়ার দাবি তুলছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁদের কোনও অবদান নেই।’’ সংসদের বাইরে তিনি যা বলেছেন, তা নিয়ে সংসদের ভিতরে কেন আলোচনার দাবি উঠছে, সে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি জানতে চান, কেন অরুণাচলের তাওয়াংয়ে চিনা ফৌজের অনুপ্রবেশ নিয়ে আলোচনায় রাজি নয় নরেন্দ্র মোদীর সরকার।
আরও পড়ুন: Duare Sarkar: সেরার স্বীকৃতি পেল দুয়ারে সরকার, পুরস্কার দেবে কেন্দ্র