বুধবার যখন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বই আদালত। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। এমনকী ২ মার্চের আগে হাজিরা দেওয়ার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে।
অভিযোগ? জাতীয় সঙ্গীতের আবমাননা (Insult to National Anthem)। মমতার বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, জনসভায় ভুলভাবে জাতীয় সঙ্গীত গেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই সমন জারি করল আদালত। তবে সশরীরে হাজিরা নয়, আইনজীবীকে পাঠিয়েও তিনি নিজের বক্তব্য জানাতে পারবেন।
আরও পড়ুন: ৩ মাসের বেশি অন্তঃসত্ত্বাকে চাকরিতে না, ‘চাপের মুখে’ নিয়ম প্রত্যাহার SBI-এর
‘বাংলাই বিনিয়োগের সেরা গন্তব্য’। শিল্পের বার্তা নিয়ে গত বছরের নভেম্বরে মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ৩ দিনের সফরে ঠাসা কর্মসূচি ছিল তাঁর। শিল্পপতি ও বিশিষ্টজনরাই তো বটেই, মুম্বইয়ে গিয়ে কিন্তু শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তখন অসুস্থ। হোটেলে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে।
মুম্বইয়ের মাঝগাঁওয়ে নগর দায়রা আদালতের বিচারক পিআই মোকাশি এই সমন জারি করেছেন। আদালত সূত্রে খবর, জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী বলে মামলা করেন জনৈক ওই ব্যক্তি। আদালতে কিছু নথিও পেশ করেছেন তিনি। তাঁর দাবি, আদালত এই বিষযে জবাব তলব করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার প্রেক্ষিতেই জারি করা হয়েছে সমন। ওইসময় টুইট করে কটাক্ষ করেছিলেন অমিত মালব্য। তারপরেই এই সমন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তি বিজেপি করেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Union Budget 2022: দাম বাড়ল ছাতার! সস্তা হল হিরে, মিমের বন্যায় নেট দুনিয়ায়