Mamata Banerjee attacks hm amit shah over ambedkar remark

Mamata Banerjee: ‘ভাবুন ৪০০ আসন পেলে কী করত’, শাহের আম্বেদকর ‘ফ্যাশন’ মন্তব্য নিয়ে তোপ মমতার

বাবাসাহেব আম্বেদকরকে জড়িয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের বক্তব্যের মাধ্যমে বিজেপি তাদের আসল উদ্দেশ্য এবং মতাদর্শ প্রকাশ করে ফেলেছে বলেও তোপ দাগেন তিনি।

এ দিন X হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সংবিধানের ৭৫ বছর পূর্তির গৌরব নিয়ে যখন কথা হচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে এই অনুষ্ঠানে দাগ লাগিয়ে দিলেন। আর সেটাও গণতন্ত্রের মন্দিরে।’


মমতার অভিযোগ, এটাই বিজেপির জাতিবিদ্বেষী এবং দলিত-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি আরও লিখেছেন, ‘২৪০টি আসনে নেমে গিয়েও তাদের এই ব্যবহার। ভাবুন যদি ৪০০ আসনের স্বপ্ন এরা পূরণ করে ফেলত, তাহলে এরা কী ক্ষতি করত। এরা হয়ত আম্বেদকরের অবদানের ইতিহাস মুছে দিয়ে নতুন করে ইতিহাস লিখত।’

এক দেশ এক ভোট নিয়ে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার অমিত শাহ সংসদে একটি বেফাঁস মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সংসদে বলেন, “এখন এক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে সাতজন্ম সার্থক হয়ে যেত।” শাহ আরও বলেন, “১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিন, কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।” শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের দাবি, শাহ যেভাবে ওই কথাগুলি বলেছেন, তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে।