Manmohan Singh : Former prime minister Dr Manmohan Singh dies at 92

Manmohan Singh : প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়। ৯২ বছরের রাজনীতিবিদকে শ্বাসকষ্টজনিত কারণে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। রাত ৮টা নাগাদ পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। রাত ১০টা নাগাদ খবর আসে মারা গেছেন মনমোহন (Manmohan Singh Died)।।

১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাঁকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন।

২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এ ছাড়া, পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন।

মনমোহন সিংয়ের হার্টের সমস্যা দীর্ঘদিনের। নরসিংহ রাও জমানায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় প্রথম হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল মনমোহনের। তারপর ২০০৩ সালে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাঁকে। তার পরের বছরই প্রথম ইউপিএ সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন। ২০০৯ সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হন মনমোহন। সেই সময়ে এইমস হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছিল তাঁর।

২০২১ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রন্ত হন তিনি। হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল। তবে সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার পর থেকে শরীর কমবেশি অসুস্থই ছিল তাঁর। বৃহস্পতিবার মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লি এইমসে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডাও।