Medicine Price Hike: Prices of 800 essential drugs to increase a tad from April 1

Medicine Price Hike: প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, ১ এপ্রিল থেকে দাম বাড়বে ৮০০ অতি প্রয়োজনীয় ওষুধের

জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। এর মধ্যেই ফের মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা। ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে প্রয়োজনীয় বেশ কিছু ওষুধের দাম। পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিক, সবই রয়েছে এর মধ্যে।

জাতীয় ওষুধ মূল‌্য নির্ধারণকারী সংস্থা ন‌্যাশনাল ফার্মাসিউটিক‌্যাল প্রাইসিং অথোরিটি (এনপিপিএ)। পাইকারি মূল‌্যসূচকের বিচার করে ওষুধের মূল‌্য নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতিবছরই দাম বাড়ায়। দিনকয়েক আগেই ফার্মা সংস্থাগুলি শাসকদল বিজেপির নির্বাচনী বন্ডে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে বলে জানা যায়। রাজনৈতিক মহলের দাবি, সেই বিপুল টাকা তুলতে ওষুধের দাম বাড়ানোর সুযোগ যে করে দেওয়া হবে তা বলাই বাহুল‌্য। এনপিপিএ জানিয়েছে, জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বাড়ছে। প‌্যারাসিটামল, অ‌্যাজিথ্রোমাইসিন-সহ বেশ কিছু স্টেরয়েড, ভিটামিন, মিনারেল জাতীয় ওষুধের দাম বাড়ছে।

২০২২ এবং ২০২৩ সালেও অত্যাবশকীয় ওষুধের দাম ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ওষুধের দাম বৃদ্ধির পিছনে মুদ্রাস্ফীতি একটি কারণ বলে বারবার দাবি করে এসেছে কেন্দ্রীয় সরকার। এবার জানানো হয়েছে, বার্ষিক মূল্য সূচক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কোম্পানিগুলির ওষুধের দাম বৃদ্ধি করার প্রস্তাবে অনুমতি দেওয়া হয়েছে।

একটি এনজিও কর্তার দাবি, এবছর ওষুধের দাম তুলনামূলক কম বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে। যদিও বাস্তবে যে মোটেই এমন হচ্ছে না তা সাম্প্রতিককালে দৈনন্দিন প্রয়োজনীয় ব্লাড সুগার, প্রেশার, জ্বরের ওষুধের দাম অন্তত ১৫ শতাংশ বেড়ে যাওয়াতেই স্পষ্ট। ওষুধের দাম বাড়িয়ে অসুস্থের পরিবারকে কার্যত কপর্দকহীন করে দেওয়া নিয়ে ফার্মা কোম্পানি ও কেন্দ্রের উপর স্বাভাবিকভাবেই মধ‌্যবিত্তর ক্ষোভ বাড়ছে।