Modi stops convoy to give way to ambulance in Himachal

Modi: অ্যাম্বুল্যান্সকে পথ ছাড়তে থামল মোদীর কনভয়, ভোটমুখী গুজরাতের পর হিমাচলে

অ্যাম্বুল্যান্স দেখে নিজের গাড়ির কনভয় থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী(Modi)। গন্তব্যস্থলে যেতে সাহায্য করেন অ্যাম্বুল্যান্সটিকে(ambulance)। এই ঘটনায় উপস্থিত জনতার প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর হিমাচল (Himachal pradesh) প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের মুখে প্রচারে ঝড় তুলেছে বিজেপি(BJP) নেতৃত্ব।

বুধবার হিমাচলের কাংড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী(PM Modi)। প্রচার সভায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী দেখেন, তাঁর কনভয়ের পিছনে রয়েছে একটি অ্যাম্বুল্যান্স। এরপর নিজের কনভয় দাঁড় করিয়ে অ্যাম্বুল্যান্সটির যাওয়ার রাস্তা করে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর রাস্তা ছেড়ে দেওয়ার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তাঁর গাড়িতে বসে আছে। আর একটি অ্যাম্বুলেন্স দ্রুত বেরিয়ে যাচ্ছে। তারপর প্রধানমন্ত্রীর কনভয় চলতে শুরু করে এবং প্রধানমন্ত্রী সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষদের দিকে হাত নাড়েন।

FhLGAWUUUAYmNUc?format=jpg&name=small

এর আগেও গত ৩০ সেপ্টেম্বর নিজের রাজ্য গুজরাতে(Gujrat) গিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দেওয়ার জন্য নিজের কনভয় থামিয়ে দিয়েছিলেন মোদী। ওই দিন আমদাবাদ থেকে গান্ধীনগরের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কনভয়। একটি অ্যাম্বুল্যান্সকে রাস্তা পেরোতে দেখেই নিজের কনভয়(Convoy) থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মোদী। পরে সেই ঘটনার ভিডিয়ো টুইট করে গুজরাত বিজেপি জানায়, ‘ভিআইপি সংস্কৃতি’(VIP Culture) কী ভাবে বন্ধ করতে হয়, তা প্রধানমন্ত্রীর(Modi) কাছ থেকে সকলের শেখা উচিত।