Modi's advertised Paytm service is closing! How long does the transaction take?

Paytm বন্ধ হচ্ছে মোদির বিজ্ঞাপন করা পেটিএম পরিষেবা! কতদিন লেনদেন?

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম (Paytm) পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা। বুধবার এই নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্দেশে বলা হয়েছে, বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনলাইন লেনদেনের অ্যাপটির বিরুদ্ধে। তাই আগামী মাস থেকেই সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধান্তের কথা জানার পরই মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। তাঁদের দাবি, চিনের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও বিজেপি সরকার নজরই দেয়নি সংস্থার উপর। মোদী সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ।

গোটা বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, এর আগে এই সংস্থাকে জরিমানার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তারপরও সংস্থার গতিবিধির ওপর কেন্দ্র নজর রাখেনি। তাঁর কথায়, রিজার্ভ ব্যাঙ্ক যে নির্দেশ দিয়েছে তা সাধারণ মানুষের ওপর বিরাট প্রভাব ফেলবে। তাহলে কি মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত পেটিএমের সমর্থন করার পিছনে কোনও আলাদা কারণ আছে? প্রশ্ন তুলেছেন জয়রাম।

পেটিএম-এ চিনা শেয়ার

ফিনটেক জায়ান্ট পেটিএমের মালিক ও অপারেটর ওয়ান৯৭ কমিউনিকেশনস লিমিটেডের বৃহত্তম শেয়ারহোল্ডার বিজয় শেখর শর্মার ১৯.৪২ শতাংশ হোল্ডিং রয়েছে, যেখানে অ্যান্টফিন মানে চিনের অ্যান্ট গ্রুপ কো-এর সহযোগী অ্যান্টফিনের ১৩.৫ শতাংশ শেয়ার রয়েছে।

পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে আরবিআই 

বুধবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে ১ মার্চ থেকে অ্যাকাউন্ট, ওয়ালেট এবং অন্যান্য উপকরণে নতুন আমানত বা টপ-আপ নেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।তবে গ্রাহকরা এখনও সুদ, নগদব্যাক বা ফেরত পেতে পারেন।

RBI-এর পদক্ষেপে মহা সমস্যায় Paytm! 20 শতাংশের ধস নেমেছে তাদের শেয়ারে ।

অমিত শাহ আমদাবাদের যে সমবায় ব্যাঙ্কের অধিকর্তা, সেই ব্যাঙ্কে দেশের মধ্যে সব থেকে বেশি বাতিল নোট জমা পড়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ডেপুটি গভর্নর আর গান্ধি যোগ দিয়েছিলেন পেটিএমে।তখনই কংগ্রেস বলেছিল ডাল মে কুচ কালা হ্যায়। রাহুল গান্ধি আগেই বলেছিলেন, ‘‘পেটিএম হল ‘পে টু মোদী’। তিনি বলেছিলেন, পেটিএমের মতো সংস্থার ফায়দার জন্যই প্রধানমন্ত্রী নোটবন্দি করে ডিজিটাল লেনদেনে বাধ্য করেছেন।’’ স্বদেশি জাগরণ মঞ্চেরও অভিযোগ ছিল, নোটবন্দির ফলে পেটিএমের মতো সংস্থাগুলি লাভবান হয়েছে। পেটিএমে চিনের সংস্থা আলিবাবার বিনিয়োগ থাকাও তাদের আপত্তির কারণ ছিল।

https://www.thenewsnest.com/india-modis-advertised-paytm-service-is-closing-how-long-does-the-transaction-take/