রিলায়েন্স কর্তা ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) নিরাপত্তা বাড়িয়ে তাঁকে জেড প্লাস (Z plus) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেবল আম্বানিই নয়, তাঁর পরিবারও এই নিরাপত্তা পাবেন দেশে ও বিদেশে। কিন্তু এর জন্য খরচ তাঁদেরই দিতে হবে।
গত বছরের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রিলায়্যান্স শিল্পগোষ্ঠীর কর্ণধারের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। এর আগে নরেন্দ্র মোদীর সরকার জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল শুধু মুকেশকে। ২০২০ সালে মোদী সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হলেও শীর্ষ আদালত তা খারিজ করে দিয়েছিল। রায়ে বলা হয়েছিল, ‘‘যাঁদের জীবন সংশয় রয়েছে এবং যাঁরা সেই নিরাপত্তার ব্যয় বহন করতে পারবেন, তাঁদেরই জেড প্লাস নিরাপত্তা দেওয়া উচিত।’’
আরও পড়ুন: Kashmir: স্নোবাইক চালাচ্ছেন প্রিয়াঙ্কা! পিছনে বসে রাহুল গান্ধী, ভাইরাল ভিডিয়ো
প্রসঙ্গত, ২০১৩ সালে ছত্তীসগঢ়ের দরবা উপত্যকায় সে রাজ্যের প্রথম সারির কংগ্রেস নেতাদের উপর হামলা চালায় মাওবাদীরা। হামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্ল, ছত্তীসগঢ়ের প্রাক্তন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেলের মৃত্যু হয়। ওই ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতা এবং অন্য বিশিষ্টদের জীবনের ঝুঁকি এবং তাঁদের জন্য কী নিরাপত্তা রয়েছে, তার সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এর পরই নিরাপত্তা বাড়ানো হয় গোয়েন্দা রিপোর্টে ‘প্রাণহানির আশঙ্কা’ রয়েছে এমন বিশিষ্টদের।
প্রসঙ্গত, ২০২২ সালের অগস্ট মাসে আম্বানি এবং তাঁর পরিবারের প্রাণনাশ করার হুমকি দিয়ে মুম্বইয়ের বরিবলী পশ্চিম অঞ্চল থেকে আটক হয়েছিলেন এক ব্যক্তি। তার আগে ২০২১ সালে মুকেশের বাসভবন অ্যান্টিলিয়ার কাছে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরক বোঝাই গাড়ির সন্ধান মেলে। এর পরেই দ্রুত গোটা আম্বানি পরিবারকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
আরও পড়ুন: Manish Sisodia: গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মনীশ সিসোদিয়া