গরমের দিনে সাধ করে একটি দোকান থেকে আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের এক তরুণী। কিন্তু আইসক্রিমের মোড়ক খুললেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। আইসক্রিমের কোনের মধ্যে যে কাটা একটা আঙুল(human finger)! কোনওমতে নিজেকে সামলে মালাড থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। আইসক্রিম মুখে দিয়ে একটি কামড় দিতে গিয়ে তাঁর প্রথমে মনে হয়ে বোধহয় বাদাম জাতীয় কিছুতে কামড় দিয়ে ফেলেছেন৷ পরে বুঝতে পারেন বাদাম নয়৷ তিনি দেখেন তিনি কামড় দিয়ে মানুষের কাটা আঙুলে৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তরুণী৷
মুম্বাইয়ের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ানোর পর অভিযুক্ত ইয়োম্মো (Yummo) ব্র্যান্ডের প্রস্তুতকারক আইসক্রিম সংস্থা ওয়ালকো ফুড কোং লিমিটেড বৃহস্পতিবার জানিয়েছে আপাতত তাদের সংস্থা ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রে আউটসোর্সিং সম্পূর্ণ বন্ধ করছে। এছাড়াও বিভিন্ন দোকানে যত পরিমাণ আইসক্রিম সরবরাহ করা হয়েছিল তার সবটাই ফিরিয়ে নেওয়া হচ্ছে।
এক বিবৃতিতে কোম্পানির প্রতিনিধি জানিয়েছেন, আমরা এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। আমরা বাইরের সংস্থাকে দিয়ে আইসক্রিম তৈরি বন্ধ রাখছি। আমরা ইতিমধ্যেই আমাদের ওয়্যারহাউসে ওই পণ্যকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছি। একইভাবে বাজার থেকেও ওই পণ্য সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে।
‘‘অনলাইনে তিনটি কোন আইসক্রিম অর্ডার করেছিলাম আমি৷ এদের মধ্যে একটি ছিল বাটারস্কচ৷ প্রায় অর্ধেক খাওয়ার পর আমার মুখে শক্ত কিছু ঠেকে৷ প্রথমে ভেবেছিলাম বোধহয় বাদাম জাতীয় কিছু বা চকোলেট৷ মুখ থেকে বের করেই দেখি ওটা আসলে কী৷’’পেশায় চিকিৎসক ওই ব্যক্তি জানিয়েছেন আইসক্রিমে পাওয়া কাটা আঙুলে নখও ছিল স্পষ্ট৷ আঙুলটি সম্ভবত বুড়ো আঙুল বলেই মনে হয়েছে তাঁর৷ ঘটনায় আতঙ্কিত ওই যুবক তৎক্ষনাৎ আইসক্রি সমেত ছুটে যান থানায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত চলেছে৷