শুক্রবার লেলিহান আগুনে ছারখার হয়ে গেল বলিউড স্টুডিও পাড়ার একাধিক ছবির সেট। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য, রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত লাভ রঞ্জনের একটি ছবির সেট। এবং রাজশ্রী প্রযোজনা সংস্থার ছবির সেট। যে ছবিতে অভিনয় করছেন সানি দেওলের ছবি রাজবীর দেওল। প্রাথমিক ভাবে হতাহতের খবর না মিললেও পরে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। শ্যুটিং স্পটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
শুক্রবার বিকেল সাড়ে চারটে। প্রথমে শোনা গিয়েছিল, অন্ধেরির ডিএন নগরের বাজার এলাকায় একটি মণ্ডপে আগুন লেগেছে। ক্রমে জানা গিয়েছে, অন্ধেরির স্পোর্টস কমপ্লেক্সের পাশে চিত্রকূট মাঠে ছবির সেট সাজানো হয়েছিল। সেখানেই লাগে আগুন। খবর যায় দমকলে। অগ্নিকাণ্ডের যে ছবি দেখা গিয়েছে তা বেশ উদ্বেগের ৷ স্টুডিয়োতে শ্যুটিং বন্ধ করে দেওয়া হলেও উদ্ধারকাজ শুরু হতে অনেকটাই দেরি হয়। পুলিশ সূত্রে খবর, সেই অগ্নিকাণ্ডেই মণীশ দেবশী নামের এক সিনেমাকর্মীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Electricity Bill: বাড়বে বিদ্যুৎ খরচ? রাশিয়া থেকে কয়লা আমদানি ঘিরে প্রশ্ন, ফায়দা চীনের
Mumbai | Level 2 fire reported in Andheri West area, near star Bazar on link road around 4.30 pm. 10 fire-fighting vehicles rushed to spot. Fire is reportedly at a shop of 1000 sq ft area. No injured persons reported yet: Mumbai fire brigade pic.twitter.com/brO73Up61f
— ANI (@ANI) July 29, 2022
দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনতা এবং অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। যদিও আপৎকালীন ব্যবস্থা প্রয়োগ করে সব ছবির শ্যুটিং বন্ধ রেখে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কলাকুশলীদের। রাজশ্রী প্রযোজনা সংস্থা সূত্রে খবর, সানি-পুত্র এই ছবিতে নবাগত হিসেবে কাজ করছেন। জীবনে প্রথম কাজে এমন অভিজ্ঞতায় স্পষ্টতই আতঙ্কিত ছিলেন রাজবীর।
মুম্বইয়ের এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, দমকলের আটটি ইঞ্জিন, পাঁচটি জলের জেটি এবং অন্যান্য সরঞ্জামের সাহায্যে পাঁচ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তত ক্ষণে ৩২ বছর বয়সি মণীশের মৃত্যু হয়। সূত্রের মতে, সেটে চূড়ান্ত আলোকসজ্জার সময় এই ঘটনাটি ঘটায় আগুন থেকে বাঁচতে গিয়ে কয়েকজন ত্রু সদস্য আহত হয়েছেন এবং তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সেটের ক্ষতি সম্পর্কে একটি ইংরেজি প্রতিবেদন অনুযায়ী, “ওই সেটের তিনটি তলাই পুড়ে গিয়েছে।”
লাভ রঞ্জনের সেট থেকে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশ্রীর সেটও। ওই সেটের একটি সূত্র জানিয়েছে, রণবীর এবং শ্রদ্ধা শুটিংয়ে ছিলেন না। এই ছবির সেটে সবচেয়ে বড় গানের শ্যুটিং সম্পূর্ণ করার কথা রয়েছে। যেখানে ৪০০ জন ডান্সারের এই গানে অংশ নেওয়ার কথা রয়েছে। এমনকি শ্রদ্ধা এবং রনবীর এই গানের কিছু অংশ শ্যুটিং শুরুও করেছিলেন। কিন্তু শ্রদ্ধা আচমকা অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। আগামী পরশু থেকেই এই গানের শ্যুটিং শুরু করার কথা রয়েছে।
আরও পড়ুন: Bank Holidays: স্বাধীনতা দিবস, রাখি, জন্মাষ্টমী; অগস্টে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!