লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে অভিন্ন দেওয়ানি বিধির দিকে আরও একধাপ এগোলো বিজেপি শাসিত অসম। সেরাজ্যে পৃথক মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিল করে দিল বিজেপি সরকার। ফলে এখন থেকে মুসলিমদের বিবাহ ও বিচ্ছেদ, সবটাই করাতে হবে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে।
শুক্রবারই অসমের মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানান, ক্যাবিনেট বৈঠকে মুসলিম বিবাহ আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এটি বিল আকারে অসম বিধানসভায় পেশ করা হবে। ২৮ ফেব্রুয়ারি অবধি অধিবেশন চলবে, তার আগেই বিল পেশ ও পাশ করানোর চেষ্টা করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।
জয়ন্ত বড়ুয়া বলেন, “মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার অভিন্ন দেওয়ানি বিধি চালু করার আগ্রহ দেখিয়েছেন। তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের মুূসলিম আইন ও বিবাহ বিচ্ছেদ আইন ১৯৩৫ প্রত্যাহার করা হবে। এই আইনের অধীনে মুসলিমদের বিয়ে বা বিবাহবিচ্ছেদ রেজিস্টার হবে না। আমরা বিশেষ বিবাহ আইনের অধীনে এই বিষয়গুলি আনতে চাইছি।”
অসমের ওই মন্ত্রী জানিয়েছেন, অসমে মোট ৯৪ জন মুসলিম বিবাহ রেজিস্ট্রার ছিলেন। তাঁদেরও এই কাজ থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে। ওই ৯৪ জনকে সরকারের তরফে এককালীন ২ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। ফলে এখন থেকে মুসলিমদের বিবাহের রেজিস্ট্রি করাতে হবে জেলাশাসক এবং জেলা রেজিস্ট্রারের কাছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) সদ্যই জানিয়েছেন, সেরাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে, সেই খসড়া অসমেও চালু করা যায় কিনা, সেটা খতিয়ে দেখছে অসম সরকার।