পুজোর মরশুমে সুরা প্রেমীদের জন্য সুখবর দিল এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকার । ১৬ অক্টোবর থেকে রাজ্যে একটি নতুন মদ নীতি কার্যকর হয়েছে। সেখানে মাত্র ৯৯ টাকাতে মিলতে চলেছে বিদেশী কোম্পানির মদ। এই ১০০ টাকার মধ্যেই পাবেন ডিয়াজিও সহ অনেক জনপ্রিয় আবগারি সংস্থাগুলির প্রিমিয়াম হুইস্কি সহ একাধিক মদ।
প্রশাসনিক আধিকারিকদের মতে, রাজ্যে নতুন আবগারি নীতি কার্যকর করার ফলে দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত আবগারি সংস্থা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকবে মদ। ডিয়াজিও ছাড়াও অনেক বড় এবং বিখ্যাত কোম্পানির ব্র্যান্ড যেমন পেরনোড রিকার্ড এবং উইলিয়াম গ্রান্ট অ্যান্ড সন্স, যেগুলি বেশিরভাগই অনেক কম মূল্যে পাওয়া যাবে। সরকারের তরফে জানান হয়েছে, অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এনডিএ সরকারের নতুন আবগারি নীতির ফলে গ্রাহকরা ৯৯ টাকায় ১৮০ মিলি মদের বোতল পাবেন। রাজ্য জুড়ে সমস্ত আবগারি দোকানে মিলবে এই দামের মধ্যে মদ।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বর্তমানে ৩৩৯৬ টি মদের দোকানকে লটারির মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়েছে। সমীক্ষা অনুসারে, ২০২৪- ২৫ অর্থবর্ষে ২০,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবার ৯৯ টাকায় বিদেশি মদ মিললে অন্ধ্রে আরও বাড়বে বিক্রি। আসবে বিপুল পরিমাণে টাকা।