ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার সেই সম্মেলনে গ্রুপ ফটো তোলার সময় প্রধানমন্ত্রী লক্ষ্য করেন মঞ্চে ভারতের পতাকা (Indian national flag) পড়ে রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে সেটি তুলে নিজের কোটের পকেটে ঢুকিয়ে নেন মোদী। যদিও আয়োজকদের দাবি, পতাকাটি মাটিতে পড়ে ছিল না। রাষ্ট্রনেতারা কে কোথায় দাঁড়াবেন, তার অবস্থান বোঝাতে রাখা হয়েছিল।
দেখা গিয়েছে, ওই মঞ্চে ভারতের পতাকার পাশেই রাখা ছিল দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা। যদিও সেটা দেখতে না পেয়ে পা দিয়ে দেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। তবে মোদী মঞ্চে উঠেই লক্ষ্য করেন, ভারতের তেরঙা রাখা আছে মঞ্চে। সঙ্গে সঙ্গে সেটি তিনি নিজের কাছে তুলে নেন। তারপর নিজের পকেটে পুড়ে দেন। এদিকে মোদীকে দেখাদেখি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিও নিজের দেশের জাতীয় পতাকা তুলে রাখেন, এরপর তা আয়োজকদের হাতে তুলে দেন।
আরও পড়ুন: Vishwakarma Yojana: বিশ্বকর্মা যোজনাতে কত টাকা ঋণ পাবেন কারিগরেরা? জানুন লোনে সুদের হার
VIDEO | During the group photo at BRICS Summit in Johannesburg, PM Modi noticed the Indian Tricolour on the ground, which was kept to denote standing position of leaders. PM Modi immediately picked the national flag and kept it with him. South African President Cyril Ramaphosa,… pic.twitter.com/9lDMUhD8hs
— Press Trust of India (@PTI_News) August 23, 2023
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, আগামী কিছুদিনের মধ্যেই ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলার (পাঁচ লক্ষ কোটি ডলার বা প্রায় ৩৯০ লক্ষ কোটি টাকা) ছুঁয়ে ফেলবে। জোহানেসবার্গে ‘ব্রিকস বিজনেস ফোরাম’-এর বৈঠকে গত ন’বছর ধরে তাঁর সরকারের বিভিন্ন আর্থিক সংস্কার কর্মসূচির উদাহরণ তুল ধরে মোদী বলেন, ‘‘এতে কোন সন্দেহ নেই যে ভারত আগামী বছরগুলিতে বিশ্বের বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে। বিশ্ব জুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহে ভারত এখন সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি। কিছু দিনের মধ্যেই যা পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে।’’
আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর একটি রিপোর্ট হাতিয়ার করে জুন মাসে নাগেশ্বরম দাবি করেছিলেন, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। তবে মোদী মঙ্গলবার এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সময়সীমা ঘোষণা করেননি। ঘটনাচক্রে, ২০১৯ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনেই তিনি দাবি করেছিলেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। সেই হিসাবে মোদীর দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২০২৪ সালে!
আরও পড়ুন: India-Bangladesh Love Story: বিয়ে করে পলাতক সৌরভকান্ত তিওয়ারি, সন্তান কোলে ভারতে বাংলাদেশি বউ