বুধবার নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একটি নীল জ্যাকেট পরে সংসদে আসতে দেখা যায়। আপাত ভাবে পোশাকটিকে দেখে অভিনব কিছু মনে না হলেও, আসল চমক লুকিয়ে রয়েছে এর উপাদানে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আকাশি নীলরঙা জ্যাকেটটি তৈরি হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক (PET – যেসব বোতল পুনর্ব্যবহারযোগ্য) দিয়ে।
সূত্রের খবর, কর্ণাটকের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে যে জ্যাকেট দেওয়া হয়েছিল, সেটা পরেই আজ সংসদে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। বেঙ্গালুরুতে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-র সময় মোদীর হাতে তুলে দেওয়া হয়েছিল সেই জ্যাকেট। শুধু তাই নয়, নিজেদের কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর আধিকারিকদের পোশাকের জন্য ১০ কোটির বেশি বোতল ‘রিসাইকেল’ করবে ইন্ডিয়ান অয়েল।
Hon'ble Shri @narendramodi, presented with a dress made out of recycled PET bottles under #IndianOil's #Unbottled initiative by @ChairmanIOCL.
We will convert 100 million PET Bottles annually to make uniforms for our on-ground teams & non-combat uniforms for our armed forces. pic.twitter.com/aRoK3fXY7Y
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) February 6, 2023
আরও পড়ুন: BBC Documentary: বিবিসির তথ্যচিত্রে ‘সেন্সর’ কেন? কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে ‘সুপ্রিম’ নোটিস
এমনিতে ২০৭০ সালে ভারতে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মোদী সরকার। সেজন্য এবার বাজেটে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ‘ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন’ চালু করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১৯,৭০০ কোটি টাকা। যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণে লাগাম টানবে।
কীভাবে তৈরি হয় এই জ্যাকেট? সংস্থার তরফে জানানো হয়েছে ‘বোতল থেকে প্রথমে ফাইবার তৈরি করা হয় এবং তারপর তা থেকে সুতো তৈরি করা হয়। সুতো দিয়ে কাপড় তৈরি করা হয় এবং শেষে পোশাক তৈরির কাজ করা হয়। রিসাইকেল করা বোতল থেকে তৈরি জ্যাকেটের দাম খুচরা বাজারে পড়বে ২হাজার টাকা।
আরও পড়ুন: Camel: মালিকের মাথা চিবিয়ে মাটিতে আছড়ে খুন! রাজস্থানে গণপ্রহারে মৃত্যু উটেরও