Narendra Modi: Rs 239 crores spent on PM Modi's foreign visits in last 5 years

Narendra Modi: আটদিনে খরচ ২৩ কোটি ২৭ লক্ষ টাকা! চোখ কপালে তুলবে মোদীর বাকি বিদেশ সফরের খরচও

নরেন্দ্র মোদী (PM Narendra Modi) প্রধানমন্ত্রী হয়েছে সাড়ে আট বছর হল। এর মধ্যে তিনি এতবার বিদেশ সফর (Foreign Visit) করেছেন যে দেশের জনগণ প্রায় হাতের কড় গুণে শেষ করতে পারবেন না। কেন্দ্র সরকারের (Central Government) তরফে বারবার বলা হয়েছে, মোদীজির সমস্ত বিদেশ সফর ভারতের সহযোগী ও অংশীদার (Partner Countries) দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক মজবুত করতে কাজে লাগছে। বলা হচ্ছে, মোদীর বিদেশ সফরের কারণে ভারত সম্পর্কে আন্তর্জাতিক মহলে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। তবে, যাইহোক বিরোধিরা কিন্তু এ বিষয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়েন না। আর তার সবচেয়ে বড় কারণ হল দেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হওয়া অর্থের পরিমাণ।

গত বুধবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন (Winter Session) শুরু হয়েছে। সেখানেই বৃহস্পতিবার রাজ্যসভার (Rajya Sabha) কেন্দ্রের পক্ষ থেকে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের (PM’s Foreign Visit Expenditure) বিবরণ দেওয়া হয়েছে। যা শুনলে রীতিমতো চোখ আকাশে উঠবে।

আরও পড়ুন: Cyclone Mandous: তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মান্দোস, বৃহস্পতি সকালে আসবে ঊপকূলের কাছে

সিপিআই (এম) সাংসদ এলামারাম করিম [CPI(M) MP Elamaram Kareem] বিগত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত খরচ হয়েছে জানতে চান। রাজ্যসভায় তার জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন (Minister of State for External Affairs V Muraleedharan) বলেন, “প্রধানমন্ত্রীর বিদেশ সফরের উদ্দেশ্য হল, বিদেশি দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে ভারতের সংযুক্তির প্রচার করা। এই ধরনের সফর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে ভারত তার জাতীয় স্বার্থ পূরণ করে এবং বিদেশ নীতির উদ্দেশ্য বাস্তবায়ন করে।”

এবার আসা যাক খরচের হিসেবে।  কিছুদিন আগেই ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মুরলীধরণ জানিয়েছেন, সেই সফরে ৩২ লক্ষ টাকা খরচ হয়েছে ভারতের। তার আগেই সেপ্টেম্বর মাসে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন মোদি। তিনদিনের সেই সফরে ২৩ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয় করা হয়। চলতি বছরে ইউরোপ সফরে গিয়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করেছিলেন মোদী। ভারতের ঐতিহ্যবাহী নানা উপহারও দিয়েছিলেন তিনি। সেই সফরে ভারতের ব্যয়ের অঙ্ক কোটি ছাড়িয়ে গিয়েছিল।

মোদীর ইউরোপ সফরের জন্য দুই কোটি ১৫ লক্ষ টাকা খরচ হয়েছিল। ২০১৯ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আটদিনের সেই সফরে ২৩ কোটি ২৭ লক্ষ টাকা খরচ করা হয়েছিল। মোটামুটি গত ৫ বছরে ২৩৯ কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য।

আরও পড়ুন: Ravindra Jadeja: টাকা উড়িয়ে, ঢোল বাজিয়ে গুজরাট নির্বাচনে স্ত্রীর জয় সেলিব্রেট, Video