‘চারশো পার’-এর গর্জন যতটা জোরালো ছিল, ভোটবাক্সে বর্ষণ ততটা হয়নি। ৩০০ আসনও পায়নি এনডিএ জোট। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা তো দূরের কথা। সরকার গড়ার জন্য শরিক দলগুলির উপর ভরসা করতেই হবে বিজেপিকে। তা সত্ত্বেও তৃতীয়বার সরকার গঠনের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দিল্লির বিজেপি হেডকোয়ার্টারে বিশাল অনুষ্ঠান পালন করা হয়। সেখান থেকেই লাইভ বক্তৃতা করেন মোদী। পৌনে দু’ঘণ্টার বক্তৃতায় জানিয়ে দেন, তৃতীয় দফার সরকার গড়তে চলেছে বিজেপি।
সফল নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশন এবং নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদী। বলেন, ১৯৬২ সালের পর প্রথমবারের মত কোন-ও সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে। মোদির কথায়, ” ২০১৪ সালে দেশবাসী পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল। সেইসময় নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছিল দুর্নীতি এবং কেলেঙ্কারি। ২০১৯ সালে জয় এল। ২০২৪ সালে, এই গ্যারান্টি নিয়ে আমরা জনগণের কাছে গিয়েছিলাম। এনডিএ- র প্রতি দেশবাসীর আশীর্বাদের জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই।”
নরেন্দ্র মোদী বলেন, ‘ওডিশা, সিকিম, অরুণাচল প্রদেশে অভূতপূর্ব জয় পেয়েছে NDA। এই সমস্ত এলাকায় কংগ্রেস সাফ হয়ে গিয়েছে। BJP ওডিশায় সরকার গঠন করতে চলেছে। লোকসভাতেও সেখানে দুর্দান্ত ফল হয়েছে। এই প্রথমবার মহাপ্রভু জগন্নাথদেবের মাটিতে BJP-র মুখ্যমন্ত্রী হবে। কেরালাতেও BJP আসন পেয়েছে। তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হিমাচল, দিল্লিতেও ভালো ফল করেছে BJP। বিহারেও নীতীশবাবুর নেতৃত্বে ভালো ফল করেছে NDA।’
ধন্যবাদী বার্তাতেও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়লেন না নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘BJP একলা যত আসন জিতেছে, বিরোধীরা একজোট হয়ে ততগুলো আসন জিততে পারেনি।’ মোদীর কথায়, ‘২০১৩ সাল পর্যন্ত দেশ অন্ধকারে ডুবে ছিল। প্রতিদিন দুর্নীতির খবরে ভরা থাকত সংবাদপত্র। দেশের যুব প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। সে সময় দেশের মানুষ আমাদের উপর ভরসা করেছিল। তারপর ২০১৯ সালে দেশবাসী আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেই ভরসা অটুট রেখেছিল। এবার তৃতীয়বার আমাদের দেশের মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করেছেন।’ মায়ের মৃত্যুর পর তাঁর এই প্রথম নির্বাচনে জয়। মোদী বলেন, ‘কখনও দেশের মানুষ আমায় মায়ের অভাব অনুভব করতে দেননি। দেশের কোটি কোটি মা-বোন আমায় নতুন প্রেরণা দিয়েছে।’