আত্মহত্যা কি রসিকতার বিষয়? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য নিয়ে দেশটির অধিকাংশ বিরোধী দল এবং নাগরিক সমাজের বড় অংশ এই প্রশ্নই তুলছে। রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে তৃণমূল-আপ-শিবসেনা-এসপি-আরজেডি— সকলেরই দাবি, প্রধানমন্ত্রী হয়ে আত্মহত্যার মতো ভয়াবহ বিষয়কে নিয়ে হাসিঠাট্টা করা খুবই অসংবেদনশীলতার পরিচয়।
গত বুধবার এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই চ্যানেলের সম্পাদকের হিন্দি উচ্চারণ ও বলার দক্ষতা নিয়ে মন্তব্য করতে গিয়ে- চুটকি হিসাবে একটি সুইসাইড নোটের কথা তুলে ধরেন তিনি। মোদী বলেন, এক অধ্যাপকের মেয়ে সুইসাইড নোট লিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেই নোট যখন অধ্যাপক বাবার চোখে পড়ল, তিনি বানান ভুল ধরতে ব্যস্ত রইলেন।
মোদীর এই চুটকি-সহ গোটা বক্তৃতাটিই টেলিভিশনে সম্প্রচারিত হয়। আর, সেই ভিডিও পোষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
ওয়েনাডের প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল লিখেছেন, প্রধানমন্ত্রী আত্মহত্যা নিয়ে রসিকতা করেছেন। আত্মহত্যার বিষয়ে কেউ কীভাবে এতটা সংবেদনশীল হতে পারে? সরকারী পরিসংখ্যান দেখায় যে ২০২১ সালে ১.৬৪ লক্ষেরও বেশি ভারতীয় আত্মহত্যা করে মারা গেছেন। আমাদের দেশে প্রতিদিন ৪৫০ জন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে, আর এটি প্রধানমন্ত্রীর জন্য একটি ‘হাসি ঠাট্টার’ হয়ে দাঁড়িয়েছে!’
আরও পড়ুন: 2002 Gujarat riots: বিজেপির মায়া কোডনানি, বাবু বজরঙ্গি-সহ বেকসুর খালাস ৬০ জনেরও বেশি
Depression and suicide, especially among the youth IS NOT a laughing matter.
According to NCRB data, 164033 Indians committed suicide in 2021. Of which a huge percentage were below the age of 30. This is a tragedy not a joke.
The Prime Minister and those laughing heartily at… pic.twitter.com/yoPt5c8Kx7
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 27, 2023
অন্যদিকে, টুইটারে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘অবসাদ ও আত্মহত্যা বিশেষত যুবকদের মধ্যে কোনও হাসি ঠাট্টার জিনিস নয়। এনসিআরবি (NCRB)-র তথ্য অনুসারে, ২০২১ সালে আত্মহত্যা করেছেন এক লক্ষ ৬৪ হাজার ৩৩ জন ভারতীয়। তার মধ্যে একটি বড় অংশ ৩০ বছর বয়সের নিচে। এটি দুঃখের ঘটনা। কোনও মজা ঠাট্টার বিষয় নয়। প্রধানমন্ত্রী নিজে এবং প্রধানমন্ত্রীর কথা শুনে যাঁরা হো হো করে হাসলেন, তাঁরা বরং নিজেদের একটু শিক্ষিত করুন। মানসিক স্বাস্থ্য নিয়ে অসংবেদনশীল, অসুস্থ মশকরা না করে সচেতনতা বাড়ান।’
তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে টুইট করা হয়েছে, ‘উনি ভারতের প্রধানমন্ত্রী! মিস্টার নরেন্দ্র মোদী মানসিক স্বাস্থ্য আর আত্মহত্যাকে হেয় করে মজা করছেন! মাননীয় প্রধানমন্ত্রী, ২০১৭ সালে ভারতে আত্মহত্যার সংখ্যা ছিল এক লক্ষ ২৯ হাজার ৮৮৭। সেটা বেড়ে ২০১২-এ হয়েছে এক লক্ষ ৬৪ হাজার ৩৩ জন। এটা কঠোর বাস্তব, হাসির কথা নয়।’ সমাজবাদী পার্টির গৌরব প্রকাশ তুলে ধরেছেন সংবাদমাধ্যমের রিপোর্ট, যেখানে বলা হচ্ছে, ভারতে প্রতি ৯ মিনিটে এক জন করে মেয়ে আত্মহত্যা করেন। আম আদমি পার্টি মন্তব্য করেছে, ‘‘যখন প্রধানমন্ত্রীকে আত্মহত্যার মতো বিষয় নিয়ে মশকরা করতে হয়, বুঝতে হবে মানুষের জীবনের প্রতি আসলে তাঁর অমর্যাদা কতখানি।’’
সরব হয়েছেন নেটিজেনরাও। তাদের অনেকেরই মতে, কেন এমন কৌতুকের প্রয়োজন হল, তা স্পষ্ট নয়। মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, সেই জগতের লোকজনও যথেষ্ট ক্ষুব্ধ গোটা ঘটনায়।
আরও পড়ুন: Students Sucide: পরীক্ষায় পাশ না করতে পারায় আত্মঘাতী ৯ পড়ুয়া, শিউরে উঠল দেশ