Indian Budget 2023: What got cheaper and what got costlier in the Budget 2023

Union Budget 2023: বাজেটে কিসের দাম কমল, কিসের দাম বাড়ল? দেখে নেওয়া এক নজরে

বাজেটে (Union Budget 2023) ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে আম জনতার নজর থাকে সেই দিকে। পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, নতুন সেস, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হতে চলেছে। এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল।

যে জিনিসগুলি ব্যয়বহুল হতে চলেছেঃ-

  •  দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
  • পাশাপাশি জামাকাপড়,  আমদানি করা রাবার সেট আরও ব্যয়বহুল হয়ে উঠল নতুন বাজেটে।
  • এছাড়া জানা গেছে বাড়বে সোনা, রুপো এবং হিরের দামও ।
  • রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে।
  • বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। এই গাড়ির উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে।
  • প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে।
  • আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।

আরও পড়ুন: Asaram Bapu: অপর শিষ্যাকে লাগাতার ধর্ষণ, দ্বিতীয়বারও যাবজ্জীবন আশারামের

যে জিনিসগুলি সস্তা হতে চলেছেঃ-

  • মোবাইলের যন্ত্রাংশের উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম।
  • টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে।
  • কমবে ক্যামেরার লেন্সের দামও।
  • শিশুদের দেশি খেলনার দাম কমবে।
  • দেশি সাইকেলের দামও কমবে বাজেটের পর।
  • কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে।
  • বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারি।

আরও পড়ুন: Gautam Adani: বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গেলেন আদানি, আজও দাম পড়ল শেয়ারের