NEET paper leak mastermind Amit Anand Confessed the price of leaked question papers

NEET নিটের প্রশ্ন বিকিরি হয়েছে৩০-৩২ লক্ষ টাকায়, কবুল চক্রের অন্যতম পান্ডার

নিট-ইউজি ২০২৪ পরীক্ষার সঠিক উত্তরসহ প্রশ্নফাঁসের সঙ্গেই উঠে এল কত টাকায় বিক্রি হয়েছে তা। ডাক্তারি পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষার ওএমআর শিট ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে প্রশ্নফাঁস চক্রের ধৃত এক পান্ডা স্বীকার করেছেন। পিলে চমকে দেওয়ার মতো তথ্য হল, অমিত আনন্দ নামে এই চক্রের এক সদস্য স্বীকার করেছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে নিটের প্রশ্ন। যেখানে যেরকম দাম পাওয়া গিয়েছে, সেখানে সেই দামে অর্থাৎ ৩০-৩২ লক্ষ টাকাতেও বেচা হয়েছে সঠিক প্রশ্ন। ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এল। হবু ডাক্তারদের যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষায় আগেই বিস্তর অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল।

নিট হয়েছিল গত ৫ মে। অমিত জানিয়েছেন, পরীক্ষার আগের দিন তাঁর হাতে প্রশ্নপত্র আসে। তাই টাকা দেওয়া পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় পেয়েছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অমিত বেআইনি ভাবে একটি কোচিং তথা পরামর্শদাতা সংস্থা চালাতেন। তাঁর আসল বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। কিন্তু ইদানীং তিনি পটনার এজি কলোনিতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। অমিতের বিরুদ্ধে পটনার শাস্ত্রীনগর থানায় মামলা রুজু হয়। তার পরই প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা (ইএইউ)।

অমিত আনন্দের স্বীকারোক্তি অনুযায়ী, তিনি নিটের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। এবিপি নিউজের সংবাদে বলা হয়েছে, পরীক্ষার একদিন আগেই প্রশ্নফাঁস হয়েছে। কেলেঙ্কারির নেপথ্য জানাতে গিয়ে অমিত বলেছেন, পরীক্ষার আগের দিন প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট পরীক্ষার্থীদের কাছে। তাঁদের কাছে উত্তর মনে রাখার জন্য হাতে একটি মাত্র রাত পড়ে ছিল।

অমিতের ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ বেশ কিছু পোড়া প্রশ্নপত্র পেয়েছে বলে জানা গিয়েছে। পুলিশকে অমিত জানিয়েছেন, আগেও বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র আগাম তাঁর হাতে এসেছিল। কী ভাবে অমিত প্রভাব খাটিয়ে এত গুরুত্বপূর্ণ এক পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগেই হাতে পেয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।