সোমবারই পৃথিবীর আলো দেখেছিল ছোট্ট মেয়েটা। কিন্তু জন্মের পরপর তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের সেই সদ্যোজাত একরত্তিকে কবর দিতে নিয়ে যায় তার বাবা-মা। মাটি খুঁড়ে নিয়ম মেনে বাচ্চাটিকে পুঁতেও ফেলা হয় (JK Hospital)। কিন্তু সেখানেই ঘটে যায় আশ্চর্য মিরাকল! কবর থেকে আবার তুলে আনার পর দেখা যায় শিশুটি জীবিত!
ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বানিহালের একটি হাসপাতালে (JK Hospital)। সোমবার সকালে সেখানেই জন্ম হয় ওই শিশুকন্যার। অভিযোগ, জন্মের পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। তারপর প্রায় ঘণ্টা দুয়েক তাকে ফেলে রাখা হয়। বারবার বলা সত্ত্বেও কেউ এসে বাচ্চাটিকে দেখেননি বলে অভিযোগ পরিবারের।
আরও পড়ুন: Gyanvapi Mosque: বারাণসী আদালতে জ্ঞানবাপী মামলার শুনানি স্থগিত, আজ সুপ্রিম শুনানি
অগত্যা বাচ্চাটিকে নিয়ে কবর দিতে যান তার বাবা-মা। একটি নির্দিষ্ট কবরস্থানে গিয়ে তার দেহ পুঁতেও ফেলা হয়। কিন্তু গোল বাঁধে অন্য কারণে। ওই এলাকার লোকজন প্রতিবাদ করে জানান, এখানে শিশুটিকে কবর দেওয়া যাবে না। অন্য এলাকায় কবর দিতে হবে। ফলে ফের মাটি খুঁড়ে বাচ্চাটির দেহ তুলে আনে পরিবার। এরপরই ঘটে মিরাকল। কবর থেকে তুলে আনার পর দেখা যায় বাচ্চাটি আদৌ মরেনি। সে বেঁচে আছে। হাত-পা নড়ছে একরত্তির!
সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ফের হাসপাতালে (JK Hospital) ছুটে যান পরিবারের লোকজন। প্রাথমিক কিছু চিকিৎসার পর বাচ্চাটিকে শ্রীনগরের ডাক্তারদের কাছে পাঠানো হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের অবহেলার দিকটা এই ঘটনার মাধ্যমে নতুন করে শিরোনামে উঠে এসেছে। বাচ্চাটির বাড়ির লোকজন প্রতিবাদে সামিল হয়েছেন। ওই হাসপাতাল থেকে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Delhi: ভয়াবহ! ঘরকে গ্যাস চেম্বার বানিয়ে ২ মেয়ের সঙ্গে আত্মঘাতী মা, দেয়ালে আটকানো সুইসাইড নোট