বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী (CM) হিসাবে শপথ (Took Oath) নিলেন নীতীশ কুমার (Nitish kumar)। তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হিসাবে শপথ নিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। নীতীশ এবার নিয়ে অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন। রাজ্যপাল ফাগু চৌহান তাঁদের শপথ বাক্য পাঠ করান। বাকি মন্ত্রীদের শপথ অন্য কোনও দিন হবে।
শপথ নেওয়ার আগে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে ফোন করেছিলেন নীতীশ। জেল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন লালু। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন আরজেডি প্রধান লালুুপ্রসাদ যাদবের পরিবারের সদস্যরা। ইঙ্গিত আগেই ছিল। সেই জল্পনা সত্যি করে মঙ্গলবার বিজেপির হাত ছেড়ে আরজেডি (RJD), কংগ্রেসের হাত ধরেন জেডিইউ (JDU) প্রধান নীতীশ কুমার। একাধিক বৈঠকের পর রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন নীতীশ-তেজস্বী। এরপরই বুধবার শপথ নিলেন তাঁরা।
আরও পড়ুন: Madhya Pradesh: থরে থরে সাজানো নোট! সরকারি কেরানির বাড়িতে তল্লাশি চালিয়ে অবাক তদন্তকারীরা
Nitish Kumar takes oath as Bihar CM for 8th time, after he announced a new "grand alliance" with Tejashwi Yadav's RJD & other opposition parties pic.twitter.com/btHWJURsul
— ANI (@ANI) August 10, 2022
শপথে অনুষ্ঠানের মঞ্চের একটি দৃশ্য এদিন সবার নজর কাড়ে। হাততালি দিয়ে ওঠেন সকলে। শপথ নেওয়ার পর নীতীশের পাঁ ছুঁয়ে প্রণাম করেন তেজস্বী। দল ভিন্ন হলেও তাঁদের চাচা-ভাতিজা সম্পর্ক বিহারে খুবই চর্চিত। লালুপ্রসাদের নয় সন্তানই নীতীশকে কাকা সম্বোধন করেন। কারণ ব্যক্তিগত স্তরে লালু-নীতীশেরও ‘বড়ে ভাই-ছোটে ভাই’ সম্পর্ক।
এদিন শপথগ্রহণের পর বিহারে অষ্টমবারের মুখ্যমন্ত্রী নীতীশ বলেন, “দলের সবাই মিলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমি থাকি বা না থাকি দলের বাকিরা কী চায় তা বলতেই পারে।” জেডিইউ প্রধান বিজেপির সঙ্গ ছাড়ার পর থেকেই জল্পনা বেড়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হতে পারেন নীতীশ। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, কে বলেছে ২০১৪ সালে যারা জিতেছে ২০২৪ সালেও তারা ভোটে জিতবে? আমি চাই বিরোধীরা একজোট হোক। তবে আমি প্রধানমন্ত্রিত্বের দাবিদার নই।”
নতুন সরকার শপথ নেওয়ার পরই জোট বিহার বিধানসভার বিজেপির বর্তমান স্পিকার বিজয় কুমার চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। শপথ অনুষ্ঠান চলা কালে বিজেপি নেতারা দলীয় দফতরের বাইরে ধর্নায় বসেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং শাহনওয়াজ হুসেনকে আপাতত পাটনায় থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: Assam: ভালবাসার প্রমাণ দিতে HIV+ প্রেমিকের রক্ত নিজের শরীরে নিল কিশোরী