শুরু হয়ে গিয়েছিল কাউন্ট ডাউন৷ টিক-টক-টিক৷ ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে বাড়ছিল হৃদস্পন্দন৷ না, ৯ সেকেন্ড হয়তো হবে না৷ অন্তত কয়েক মিনিট৷ সব অবিশ্বাস মিথ্যে করে ঠিক ৯ সেকেন্ডেই ভেঙে গুঁড়িয়ে গেল ট্যুইন টাওয়ার৷ একটা আকাশ ছোঁয়া জোড়া বহুতল এক লহমায় হয়ে গেল ‘মিথ্যে৷’
রবিবার নয়ডার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো যমজ অট্টালিকাকে অবলীলায় মাটিতে মিশিয়ে দেওয়া হল। ধূলিসাৎ হয়ে গেল ১০০ মিটারের ৪০ তলা নির্মাণ। বিস্ফোরক দিয়ে জোড়া অট্টালিকা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওঠে ধূলিঝড়। এলাকায় ধূলোর দাপট কমাতে অ্য়ান্টি-স্মগ গান ব্যবহার করে জল স্প্রে করা হচ্ছে। তিন মাস ধরে ‘সৎকারের’ কাজ চলবে এই যমজ অট্টালিকার।
— ANI (@ANI) August 28, 2022
আরও পড়ুন: Gautam Adani: দেনার দায়ে জর্জরিত আদানি সাম্রাজ্য? উদ্বেগে বিশেষজ্ঞরা
এই জোড়া মিনারের নাম অ্যাপেক্স এবং কেয়ান৷ এর মধ্যে প্রথমটির উচ্চতা ১০৩ মিটার ৷ দ্বিতীয় মিনার ৯৭ মিটার লম্বা ৷ নয়ডার সেক্টর ৯৩-এ এই নির্মাণ ধ্বংসে প্রতি বর্গফুট পিছু খরচ পড়বে ২৬৭ টাকা ৷ সব মিলিয়ে ভাঙনকালে যে মোট ২০ কোটি টাকা খরচ হল তার মধ্যে ৫ কোটি টাকা দেবে সুপার টেক সংস্থা ৷ বাকি ১৫ কোটি টাকা আসবে এর ধ্বংসাবশেষ বিক্রি করে ৷ অনুমান, সুপারটেরক টুইন টাওয়ার ভেঙে পাওয়া যাবে ৫৫ হাজার টন সামগ্রী ৷ যার মধ্যে স্টিল থাকবে ৪ হাজার টন ৷
#WATCH | Noida, UP: Rubble of demolished #SupertechTwinTowers laid bare along with a cloud of dust in the vicinity after the demolition pic.twitter.com/0jxd4VVh0l
— ANI (@ANI) August 28, 2022
আশেপাশের সোসাইটি, এমারেল্ড কোর্ট এবং সেক্টর 93A এর পার্শ্ববর্তী এটিএস গ্রামের প্রায় ৫০০০ বাসিন্দাকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয় আগেই। উপরন্তু, ৩ হাজার যানবাহন, বিড়াল এবং কুকুর সহ ১৫০-২০০ পোষা প্রাণীকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। তৈরি হয়েছে ৫০০ মিটারের নো-এন্ট্রি জোন৷ হাজির অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনী৷
পরিকল্পনা ছিল ৯০০ টিরও বেশি ফ্ল্যাট তৈরি, যার দুই-তৃতীয়াংশ ইতিমধ্যেই বুক করা বা বিক্রি করা হয়েছে। সুদসহ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নয়ডার সিইও রীতু মহেশ্বরী জানিয়েছেন, এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করা হবে। সন্ধে সাড়ে ৬ টার পর এলাকাবাসীদের নিজেদের বাড়িতে ঢুকতে দেওয়া হবে।
আরও পড়ুন: Atal Bridge: খরচ ৭৪ কোটি টাকা! ‘অটল সেতু’র ছবি চোখ ধাঁধিয়ে দেবেই আপনার