One nation one election bill likely in winter

One Nation One Election: ‘এক দেশ, এক নির্বাচন’-র রিপোর্টে অনুমোদন সরকারের

গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন শীঘ্রই ‘এক দেশ, এক ভোট’ প্রক্রিয়া লাগু হতে চলেছে দেশে। শাহের ইঙ্গিতের পর দিনই সেই প্রক্রিয়ায় সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যাবিনেট। জানা যাচ্ছে, আসন্ন শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে সংসদে।

‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়নের দিকে একধাপ এগোল নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি যে রিপোর্ট পেশ করেছে, তাতে সবুজ সংকেত দেওয়া হল। বুধবার প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেই বৈঠকেই ‘এক দেশ, এক নির্বাচন’-র রিপোর্টে অনুমোদন পড়ে গিয়েছে। যে বিষয়টি নিজেদের তৃতীয় দফায় কার্যকর করতে মরিয়া মোদী সরকার।

সূত্রের খবর, ‘এক দেশ, এক নির্বাচন’-র আওতায় পুরো দেশে একইসঙ্গে লোকসভা নির্বাচন এবং প্রতিটি রাজ্যে বিধানসভা নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। আর সেই নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতের ভোট করার সুপারিশ করা হয়েছে রিপোর্টে।