উৎসবের মরশুমে ‘উপহার’। পেট্রল ও ডিজেলের উপরে অতিরিক্ত উৎপাদন শুল্ক ২ টাকা নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ১ মাসের জন্য পিছিয়ে দেওয়া হল। ১ অক্টোবর নয়, ১ নভেম্বর থেকে ওই অতিরিক্ত শুল্ক নেওয়া হবে বলে অর্থ মন্ত্রকের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার রাতে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে নির্মলা সীতারামনের মন্ত্রক। তাতে জানা যায়, তেলের উপর অতিরিক্ত কর ধার্য হবে আগামী ১ নভেম্বর থেকে। প্রসঙ্গত, গত বাজেট বক্তৃতায় নির্মলা জানিয়েছিলেন, যথাক্রমে ইথানল ও বায়ো-ডিজেল না মেশানো পেট্রল ও ডিজেলে ১ অক্টোবর থেকে ২ টাকা অতিরিক্ত অন্তঃশুল্ক ধার্য হবে। কিন্তু শুক্রবার রাতের বিজ্ঞপ্তির জেরে তা পিছিয়ে গেল আরও এক মাস।
আরও পড়ুন: ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে! নয়া পরিকল্পনা কেন্দ্রের
- কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
- দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
- মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৭ টাকা।
- চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
আরও পড়ুন: ষষ্ঠীতে 5G পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী, পরিষেবা মিলবে কলকাতাতেও