বিশ্ববাজারে টানা বৃদ্ধির পর কিছুটা কমল অপরিশোধিত তেলের দাম। আজ WTI অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুড অয়েল উভয়ের দামই কমেছে। শুক্রবার অপরিশোধিত তেলের দাম হ্রাসের পরে ব্যারেল প্রতি এর দাম দাঁড়িয়েছে ৮৮.৬১ ডলার। এর সঙ্গে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৯৬.৬২ ডলারে পৌঁছেছে। জেনে নিন, এই পতনের পরে দেশের চার মহানগর সহ অন্যান্য় শহরে কতটা কমেছে দাম।
কলকাতা-সহ দেশের বেশিরভাগ শহরে অপরিবর্তিত রইল পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে একটানা প্রায় সাড়ে 5 মাস অপরিবর্তিত রইল পেট্রল-ডিজেলের দাম। দিল্লি ও মুম্বইতে অবশ্য জ্বালানির দামের ক্ষেত্রে পরিবর্তন ঘটছে মাস তিনেক আগে। কিন্তু কলকাতা ও শহরতলিতে এবং চেন্নাইতে জ্বালানির দামের পরিবর্তন ঘটেছে গত 5 মাসের আগে।
আরও পড়ুন: Ration Card: এই মাসে পাবেন বিনামূল্যে ১৫০ কেজি চাল, জেনে নিন কোথায়
যদি শহরগুলিতে জ্বালানির দামের বিচার করা হয়, সেক্ষেত্রে কলকাতায় পেট্রলের দাম দিল্লির চেয়ে প্রায় 10 টাকা বেশি। ফলে দিল্লিবাসী যে পেট্রল কিনছে, সেই পেট্রল কিনতেই কলকাতাবাসীর খরচ হচ্ছে প্রতি লিটারে 10 টাকা বেশি। আবার মুম্বই ও চেন্নাইয়ের চেয়ে শহর কলকাতায় ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে 2 টাকা কম।
আজ কলকাতা-সহ সারাদেশে পেট্রোল-ডিজেলের দাম কী ?
কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
মুম্বইয়ে পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।
ব্যাঙ্গালুরুতে পেট্রলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।
এলাহবাদে পেট্রলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।
জয়পুরে পেট্রলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।
জম্মুতে পেট্রলের লিটার প্রতি দাম ৯৭.৫০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৩.২৬ টাকা।
নাগপুরে পেট্রলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা।
নয়ডায় পেট্রলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।
আরও পড়ুন: Murder Case: লিভ-ইন পার্টনারকে কেটে ৩৫ টুকরো করল সঙ্গী, ১৮ দিনে দেহ ছড়াল দিল্লিজুড়ে