Petrol, Diesel Prices Hiked By Nearly A Rupee, 8th Rise In 9 Days

ন’দিনে অষ্টমবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই দিলেন সীতারমণ

সরকারি তেল সংস্থাগুলি গত কয়েকদিন ধরে লাগাতার দাম বাড়িয়ে চলেছে পেট্রোল ও ডিজেলের ৷ বুধবারও পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷

এদিন সরকারি তেল সংস্থাগুলি দেশের চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করেছে ৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বেড়ে ১০১ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে ৮৫ পয়সা বাড়ানো হয়েছে পেট্রোলের দাম ৷ দিল্লিতে ডিজেলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷

আরও পড়ুন: মেয়ের দেহ কাঁধে ১০ কিমি হাঁটলেন হতভাগ্য বাবা, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

লাগাতার মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার নির্মলা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এ দেশে জ্বালানির দাম বাড়ছে। দুই দেশ সংঘর্ষে জড়ালেও বিভিন্ন দেশে তার পরোক্ষ প্রভাব পড়ছে। এই যুদ্ধের জন‌্যই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত দু’সপ্তাহের মধ্যে ব্যাহত হচ্ছে তেল সরবরাহও। জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করতে চলেছে সরকার বলেও জানান নির্মলা।

২০১৯ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চের মধ্যে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের দাম কী ছিল আর কী হয়েছে, তার তালিকা প্রকাশ করে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন অভিষেক। মঙ্গলবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথেও নামে তৃণমূলের যুব ও ছাত্ররা।

আরও পড়ুন: বঁটি দিয়ে মেয়ের ধর্ষকের মুন্ডু কাটলেন বাবা, টুকরো করে নদীতে ভাসালেন দেহ!