সরকারি তেল সংস্থাগুলি গত কয়েকদিন ধরে লাগাতার দাম বাড়িয়ে চলেছে পেট্রোল ও ডিজেলের ৷ বুধবারও পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
এদিন সরকারি তেল সংস্থাগুলি দেশের চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করেছে ৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বেড়ে ১০১ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে ৮৫ পয়সা বাড়ানো হয়েছে পেট্রোলের দাম ৷ দিল্লিতে ডিজেলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
আরও পড়ুন: Forest Fire: বিধ্বংসী আগুনের গ্রাসে রাজস্থানের সরিস্কা অভয়ারণ্য, ডাকা হল সেনাকে
এই নিয়ে গত ১০ দিনে নবমবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এদিন কলকাতায় ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের প্রতি লিটারের দাম ১১০ টাকা ৫২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে১১১ টাকা ৩৫ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম৯৫ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬২ পয়সা।এদিন জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম১০১ টাকা ০১ পয়সা থেকে ১০১ টাকা ৮১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে ৯৩টাকা ০৭ পয়সা।
মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৮৪ পয়সা বেড়ে দাম ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে ১১৬ টাকা ৭২ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ১০ থেকে বেড়ে ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলে ৭৬ পয়সা বেড়ে দাম ১০৭ টাকা ৪৫ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯৭ টাকা ৫২পয়সা দাঁড়িয়েছে। মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ‘আবার আসবেন’, রাজ্যসভার ৭২ সাংসদের বিদায় সংবর্ধনায় আবেগঘন মোদী