PM Modi: In a First, Modi Rating Falls Below 50%, Rahul Gandhi Front-Runner for Post-Modi PM: Survey

PM Modi: ভরসা কমছে মোদী ম্যাজিকে! সমর্থন নামল ৫০ শতাংশের নিচে, করিশ্মা দেখাচ্ছেন রাহুল

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর দশ বছর পর এই প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে নমোর জনপ্রিয়তা কমল সাড়ে ৭ শতাংশ। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের ৫০ শতাংশেরও বেশি ভোটদাতা তার প্রতি আর আস্থা রাখছেন না! এমনটাই উঠে এসেছে ইন্ডিয়া টুডের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে বেশ কিছুদিন। মোদীর উপর সাধারণ মানুষের আস্থা যে কমেছে তা বোঝা গিয়েছে লোকসভার ফলাফল দেখেই। এবারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। ভরসা করতে হয়েছে জোট শিবিরের উপর। বিজেপির শক্ত ঘাঁটি যোগী রাজ্য সহ একাধিক জায়গায় কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। এবার আরও অশনি সংকেত। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোদীর জনপ্রিয়তা কমল এতটা। ওদিকে বেশ কিছুটা জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi)।

‘মুড অফ দ্য নেশন’ নামের এই সমীক্ষা চালিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সেখানে বলা হয়েছে, লোকসভা ভোটের আগের তুলনায় মোদির প্রতি সমর্থন প্রায় সাড়ে সাত শতাংশ কমেছে। রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ১১ শতাংশ। অন্যদিকে দল হিসেবেও সমর্থন কমেছে বিজেপির। ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষার দাবি, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে কমে ৩৬.৬ শতাংশ হতে পারে।

লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর গত ১৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এক সমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের সেই মোট অফ দ্য নেশন সমীক্ষা হয় দেশের ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের এক লক্ষ ৩৬ হাজার ৪৬৩ জনের মতামত নিয়ে। এর মধ্যে সি ভোটারের মাধ্যমে সরাসরি ৪০,৫৯১ জনের মত নিয়েছে। অন্য ভোটারেরা অনলাইনে নিজেদের মতামত জানিয়েছেন।

সমীক্ষায় দেখা যাচ্ছে, ৪৯ শতাংশ ভোটারদের প্রথম ‘পছন্দ’ মোদী (PM Narendra Modi)। অন্যদিকে, ৩২ শতাংশ ভোটদাতার মনে পছন্দের জায়গা করে নিয়েছেন রাহুল গান্ধী। আর ৮ শতাংশের সমর্থন পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।